ছবি: রয়টার্স।
চার চারটি হিন্দি টুইট। তবে হিন্দির ধাক্কায় ফার্স্ট লেডি হয়ে গিয়েছেন ‘প্রথম মহিলা!’ চর্চা চলছে তা নিয়েই।
ভারতে নামার কয়েক ঘণ্টা আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথম চমকটা দেন। তাঁর হিন্দি টুইটে লেখা, ‘হম ভারত যানে কে লিয়ে তৎপর হ্যায়। হম রস্তে মে হ্যায়...’ (‘আমি ভারত যেতে উদগ্রীব। পথে আছি...’) সেটি রিটুইট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আবার লেখেন, ‘অতিথি দেবো ভবঃ।’
আমদাবাদে পৌঁছনোর পরে ‘নমস্তে ট্রাম্প’ চলাকালীন প্রেসিডেন্টের দ্বিতীয় হিন্দি টুইট, ‘প্রথম মহিলা অউর ম্যায় ইস দেশকে হর নাগরিক কো এক সন্দেশ দেনে কে লিয়ে দুনিয়া কা ৮০০০ মিল কা চক্কর লগা কর ইয়াহাঁ আয়ে হ্যায়। আমেরিকা ভারত কো প্রেম করতা হ্যায়, আমেরিকা ভারত কো সম্মান করতা হ্যায়, অউর আমেরিকা কে লোগ হামেশা ভারত কে লোগো কে সচ্চে অউর নিষ্ঠাবান দোস্ত রহেঙ্গে।’ (ফার্স্ট লেডি আর আমি এই দেশের সব নাগরিককে একটা বার্তা দিতে ৮০০০ মাইলের দূরত্ব পেরিয়ে এখানে এসেছি। আমেরিকা ভারতকে ভালবাসে, সম্মান করে। মার্কিনরা সব সময়ে ভারতীয়দের সৎ ও নিষ্ঠাবান বন্ধু থাকবেন।)
হিন্দিতে ট্রাম্পের টুইট।
এর কয়েক ঘণ্টা পরে ট্রাম্পের তৃতীয় হিন্দি টুইট, ‘আমেরিকা অউর ভারত অপনে দেশো কো মজবুত বনায়েঙ্গে... অপনা ভবিষ্য পহেলে সে কহি অধিক উজ্জ্বল বনায়েঙ্গে... ইয়ে তো শুরুয়াত হি হ্যায়।’ (আমেরিকা এবং ভারত নিজের দেশকে দৃঢ় ভাবে গড়ে তুলবে, নিজেদের ভবিষ্যৎ আগের চেয়ে আরও উজ্জ্বল করে তুলবে।’) চতুর্থ হিন্দি টুইটে ট্রাম্পের সংযোজন, ‘ম্যায় ইসি লিয়ে ভারত আয়া হু... তাকি অপনি সানঝেদারি অউর অবিস্মরণীয় বিস্তার সকে।’ (পারস্পরিক সমঝোতা আরও বাড়ানোর উদ্দেশ্যে আমি ভারতে এসেছি।’) ভারত সফর সম্পর্কে হিন্দিতে টুইট করে ট্রাম্প যে আসলে আমেরিকার হিন্দিভাষী ভারতীয় বংশোদ্ভূত ভোটারদেরই মন পেতে চাইছেন, সোশ্যাল মিডিয়ায় চর্চা শুরু হয়ে গিয়েছে তা নিয়েও।
আরও পড়ুন: বিবেকানন্দ উচ্চারণে ভুল! প্রস্তুতি কম, নাকি অবজ্ঞা?