দিল্লি, কলকাতা-সহ দেশের নানা শহরে আজ, সোমবার দেখা যাবে ট্রাম্প-বিরোধী কর্মসূচি। —নিজস্ব চিত্র।
ভারতের স্বার্থ ক্ষুণ্ণ হয়, এমন একগুচ্ছ নীতি নিয়ে চলছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এই অভিযোগ সামনে রেখেই মার্কিন প্রেসিডেন্টের ভারত সফরের সময়ে প্রতিবাদের পথে যাচ্ছে বাম ও অন্য বিরোধীরা। দিল্লি, কলকাতা-সহ দেশের নানা শহরে আজ, সোমবার দেখা যাবে ট্রাম্প-বিরোধী কর্মসূচি।
ট্রাম্প এসে পৌঁছনোর ঠিক আগে মার্কিন প্রশাসনের বেশ কিছু সিদ্ধান্ত নিয়ে ফের প্রশ্ন তুলেছে কংগ্রেস। এআইসিসি-র মুখপাত্র রণদীপ সিংহ সুরজেওয়ালার বক্তব্য, এইচ-ওয়ানবি ভিসার সমস্যার কী হবে? আমেরিকা ১৯৭৪ সালের পরে এই প্রথম শুল্কবিহীন আমদানিকারকের তালিকা (জিএসপি) থেকে ভারতকে বাদ দিয়েছে। তার ফলে সে দেশে রফতানি করতে বেশি মাসুল দিতে হচ্ছে।
‘হাউডি মোদী’ এবং ‘নমস্তে ট্রাম্প’-এর পরে এই সমস্যার সমাধান কি হবে, প্রশ্ন তুলেছেন সুরজেওয়ালা। তাঁর কথায়, ‘‘সফররত অতিথিকে সম্মান দেওয়া হোক। কিন্তু আমাদের রফতানি এবং ইস্পাত শিল্পকেও সম্মান দেওয়া হোক!’’
ট্রাম্প-বিরোধী বিক্ষোভে নানা রাজ্যে নিজস্ব কর্মসূচি নিচ্ছে বাম দলগুলি। —নিজস্ব চিত্র।
‘ট্রাম্প নাগরিক অভিনন্দন সমিতি’র নাম করে মোতেরা সফরে ১০০ কোটি টাকা কেন সরকার খরচ করছে, এই ‘রহস্য’ নিয়ে কংগ্রেসের মতোই প্রশ্ন তুলেছেন বাম নেতৃত্ব। তাঁদের অভিযোগ, কৌশলগত সমঝোতার নামে দেশের সার্বভৌমত্বে আপস করা হচ্ছে। দেশ জুড়ে দু’দিন প্রতিবাদের ডাক দিয়েছে সারা ভারত শান্তি ও সংহতি সংস্থা (এআইপিএসও)। নানা রাজ্যে নিজস্ব কর্মসূচিও নিচ্ছে বাম দলগুলি। দিল্লির যন্তর মন্তরে আজ হবে প্রতিবাদী জমায়েত। কলকাতায় ধর্মতলা থেকে মার্কিন তথ্যকেন্দ্রের দিকে মিছিল নিয়ে যাবে বাম যুব ও ছাত্রেরা। বিকালে একই পথে মিছিল শ্রমিক, মহিলা ও কর্মচারী সংগঠনের। ধর্মতলায় ট্রাম্পের কুশপুতুল পুড়িয়ে বিক্ষোভ দেখাবে এসইউসি।
আরও পড়ুন: কাশ্মীর-মধ্যস্থতা করুন, ভারত সফরের আগে ট্রাম্পকে আর্জি পাকিস্তানের