National News

‘দেখনদারিই’ দেখল বিদেশি সংবাদমাধ্যম

সিএএ ঘিরে গোষ্ঠী সংঘর্ষে দিল্লিতে নিহতের সংখ্যা ১৩ হয়ে গেলেও ট্রাম্প ওই আইন নিয়ে মন্তব্য করেননি। বরং ধর্মীয় স্বাধীনতা নিয়ে প্রশংসাই করেছেন নরেন্দ্র মোদীর।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২০ ০৫:০৯
Share:

ছবি: রয়টার্স।

কাজের কাজ বিশেষ কিছু হয়নি, বরং দেখনদারিই বেশি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারত সফরকে এ ভাবেই দেখছে বিশ্বের প্রথম সারির সংবাদমাধ্যমগুলি।

Advertisement

সিএএ ঘিরে গোষ্ঠী সংঘর্ষে দিল্লিতে নিহতের সংখ্যা ১৩ হয়ে গেলেও ট্রাম্প ওই আইন নিয়ে মন্তব্য করেননি। বরং ধর্মীয় স্বাধীনতা নিয়ে প্রশংসাই করেছেন নরেন্দ্র মোদীর। কিছুটা সমালোচনার সুরেই মঙ্গলবার ট্রাম্পের সফরের শেষ দিনের রিপোর্ট করেছে ওয়াশিংটন পোস্টের অনলাইন সংস্করণ। প্রতিবেদনে লেখা হয়েছে, কাজে নয়, বরং দেখনদারিতে দড় দুই নেতার বন্ধুত্বের প্রতিফলন ঘটেছে এ ভাবেই। দিল্লিতে ভয়ঙ্কর পরিস্থিতি সত্ত্বেও মোদীকে অস্বস্তিতে ফেলার মতো প্রায় কিছুই বলেননি ট্রাম্প।

মোতেরা স্টেডিয়ামে ট্রাম্পকে ঘিরে উচ্ছ্বাস ও অকুণ্ঠ প্রশংসার প্রসঙ্গ তুলে ধরেছে নিউ ইয়র্ক টাইমস। আবার দ্য টাইমস-এর মতে, মোদীর সঙ্গে ট্রাম্পের ব্যক্তিগত সম্পর্ক দৃঢ় হয়েছে, ‘নমস্তে ট্রাম্প’-এর অনুষ্ঠান তা বোঝাচ্ছে। অনুষ্ঠানে পরস্পরকে স্তুতির প্রসঙ্গ তুলে ধরেছে তারাও। ট্রাম্প যে ভাবে সচিন-সহ অনেক ভারতীয়ের নামের ভুল উচ্চারণ করেছেন, সে কথা প্রকাশ করেছে গার্ডিয়ান। আবার ব্লুমবার্গ-এর বক্তব্য, চিনকে মোকাবিলা করতেই ভারতের সঙ্গে সম্পর্ককে দৃঢ় করছে আমেরিকা। ওয়াশিংটন পোস্টেরও মত তেমনই।

Advertisement

আরও পড়ুন: কেজরী চুপ কেন? অস্বস্তিতে আপও

পাকিস্তানের সংবাদপত্রগুলি অবশ্য গুরুত্ব দিয়েছে, সে দেশ সম্পর্কে ট্রাম্পের গত কালের বক্তব্যকে নিয়ে। মোতেরা স্টেডিয়ামে ট্রাম্প বলেছিলেন, পাকিস্তানের সঙ্গে আমেরিকার সম্পর্ক ভাল। ভারতে দাঁড়িয়ে মার্কিন প্রেসিডেন্টের সেই মন্তব্যকেই বিরাট ভাবে তুলে ধরেছে পাকিস্তানের সংবাদমাধ্যমগুলি। পাকিস্তানি চ্যানেল ২৪ নিউজ় বলেছে, ট্রাম্প যা বলেছেন, ভারতীয়েরা তা হজম করতে পারেনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement