Donald Trump's India Visit

মোতেরায় ট্রাম্পকে স্বাগত জানাতে লক্ষাধিক মানুষের ভিড়

ট্রাম্পকে স্বাগত জানাতে রাস্তার এক ধার দিয়ে হাজার হাজার মানুষ এগিয়ে চলেছেন মোতেরা স্টেডিয়ামের দিকে। ক্যামেরা দেখে তাঁরা হাতও নাড়ছেন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২০ ১১:২৫
Share:

ট্রাম্পকে স্বাগত জানাতে মোতেরার স্টেডিয়ামে মানুষের ভিড়। ছবি: রয়টার্স।

ভারতের পা রাখার আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে প্রবল উত্সাহ উদ্দীপনায় মোতেরা।এদিন সকাল ১১টা ৪০ মিনিটে গুজরাতের সর্দার বল্লভভাই পটেল বিমানবন্দরে নামবে মার্কিন প্রেসিডেন্টের ‘এয়ার ফোর্স ওয়ান’। সেখান থেকে তিনি যাবেন নবনির্মিতমোতেরা স্টেডিয়ামে। এটি বিশ্বের সব থেকে বড় ক্রিকেট স্টেডিয়াম।

Advertisement

মোতেরা স্টেডিয়ামে তাঁকে স্বাগত জানাতে রাস্তার ধারে জড়ে হয়েছেন লক্ষাধিক মানুষ। সেই ছবিই ধরা পড়ল ক্যামেরায়। অভিষেক মিশ্র নামে উত্তর প্রদেশের বাসিন্দা এক টুইটার ইউজার একটি ভিডিয়ো পোস্ট করেছেন। যেখানে দেখা যাচ্ছে, রাস্তার এক ধার দিয়ে হাজার হাজার মানুষ এগিয়ে চলেছেন মোতেরা স্টেডিয়ামের দিকে। ক্যামেরা দেখে তাঁরা হাতও নাড়ছেন।

ভিডিয়োটি একটি চলন্ত গাড়ি থেকে রেকর্ড করা হয়েছে। রাস্তার ধারের জনস্রোত সামাল দিতে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে, দেখা যাচ্ছে ভিডিয়োতে।

Advertisement

আরও পড়ুন: বাহুবলী ট্রাম্প, পাশাপাশি মোদী-যশোদাবেন, ভিডিয়ো শেয়ার করলেন মার্কিন প্রেসিডেন্ট!

দেখুন সেই ভিডিয়ো:


আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement