দলাই লামা ভারতের মধ্যে কখন কোথায় যাবেন, তা নিয়ে চিনের মন্তব্য করার প্রয়োজন নেই। স্পষ্ট বার্তা দিল ভারত। —ফাইল চিত্র।
চিনকে এ বার কঠোর সতর্কবার্তা দিল ভারত। বৌদ্ধ ধর্মগুরু দলাই লামার অরুণাচল সফর নিয়ে বার বার কড়া বিবৃতি দিয়ে পরিস্থিতি উত্তপ্ত করে তুলছে বেজিং। মঙ্গলবার পাল্টা হুঁশিয়ারি দিল নয়াদিল্লি। তিব্বতি ধর্মগুরুর অরুণাচল সফর নিয়ে ‘কৃত্রিম বিতর্ক’ তৈরির চেষ্টা করবেন না— চিনকে বার্তা ভারতীয় বিদেশ মন্ত্রকের। ভারতের মধ্যে কে, কবে, কোথায় যাওয়া-আসা করবেন, তা নিয়ে বেজিং-এর চিন্তিত হওয়ার প্রয়োজন নেই বলেও নয়াদিল্লি এ দিন সতর্কবার্তা দিয়েছে।
ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে, দলাই লামা অত্যন্ত সম্মানীয় ধর্মীয় নেতা এবং ভারতের মানুষ তাঁকে গভীর ভাবে শ্রদ্ধা করেন। তিব্বতি ধর্মগুরুর অরুণাচল সফরের কথা ঘোষিত হওয়ার পর থেকেই চিন যে ভাবে বার বার ভারতকে এবং দলাই লামাকে আক্রমণ করছে, বিদেশ মন্ত্রক তার বিরোধিতা করেছে। বিবৃতিতে বলা হয়েছে, ‘‘দলাই লামার ধর্মীয় ও আধ্যাত্মিক কাজকর্মে এবং ভারতের বিভিন্ন রাজ্যে তাঁর সফরসূচিতে কোনও অতিরিক্ত রং লাগানোর চেষ্টা ঠিক নয়।’’ দলাই লামার অরুণাচল সফরকে বার বার আক্রমণ করে চিন কৃত্রিম ভাবে পরিস্থিতি উত্তপ্ত করে তুলতে চাইছে বলেও বিদেশ মন্ত্রকের তরফে মন্তব্য করা হয়েছে।
তিব্বতি ধর্মগুরুর তাওয়াং সফর উপলক্ষে প্রস্তুতি তুঙ্গে। তাওয়াং-এর রাস্তা সাফ করছে বর্ডার রোডস অর্গানাইজেশন। ছবি: পিটিআই।
শুধু বিদেশ মন্ত্রক নয়, ভারতের স্বরাষ্ট্র মন্ত্রকও চিনা হুমকি সম্পর্কে মুখ খুলেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরেন রিজিজু বলেছেন, ‘‘ভারত ‘এক চিন’ নীতিকে সম্মান করে। তাই ভারতের প্রতিও চিনের সেই আচরণই আমরা প্রত্যাশা করি।’’ রিজিজুর আরও মন্তব্য, ‘‘চিনের কোনও অভ্যন্তরীণ বিষয়ে ভারত নাক গলায় না। আমরা আশা করব, আমাদের কোনও অভ্যন্তরীণ বিষয়েও চিন নাক গলাবে না।’’
আরও পড়ুন: দেখে নেওয়ার হুমকি ট্রাম্পের, নিশানায় কিম, চাপ চিনকেও
অরুণাচল প্রদেশের উপর ভারতের সার্বভৌম অধিকারকে এখনও স্বীকৃতি দেয় না চিন। বেজিং-এর দাবি, অরুণাচল তিব্বতের দক্ষিণাংশ। দলাই লামার অরুণাচল সফরের কথা ঘোষণা হতেই তাই বার বার অনভিপ্রেত মন্তব্য করছে বেজিং। ভারত অবশ্য সে সব হুমকিতে গুরুত্ব দেয়নি।