‘পোজ় না দিয়ে শ্রমিক বাঁচান’! খনি-কাণ্ডে তির রাহুলের

মেঘালয় সরকারের জোটে এখন বিজেপিও রয়েছে। রাহুলের আক্রমণে পাল্টা জবাব দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী উত্তর-পূর্বের নেতা কিরেণ রিজিজু।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ২৭ ডিসেম্বর ২০১৮ ০৩:৫৪
Share:

বগিবিল ব্রিজে মোদীর ছবির পোজ দেওয়া নিয়ে কটাক্ষ রাহুলের। —ফাইল চিত্র

দু’সপ্তাহ কাটতে চললেও মেঘালয়ের কয়লা খনিতে আটকে পড়া ১৫ জন শ্রমিককে উদ্ধার করা যায়নি। এ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করলেন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী। মঙ্গলবারই প্রধানমন্ত্রী মোদী অসমে বগিবিল সেতুর উদ্বোধন করতে গিয়েছিলেন। কিন্তু কেন্দ্রের জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী (এনডিআরএফ) খনি থেকে জল বের করার পাম্পের অভাবে উদ্ধার কাজ করতে পারছে না বলে অসহায়তা প্রকাশ করেছে। প্রধানমন্ত্রীর ক্যামেরার জন্য ‘পোজ়’ দেওয়া নিয়ে কটাক্ষ করে, রাহুল তাঁকে শ্রমিকদের উদ্ধারের অনুরোধ জানিয়েছেন।

Advertisement

মেঘালয়ে জাতীয় পরিবেশ আদালতের নিষেধাজ্ঞা সত্বেও অসাধু ব্যবসায়ীদের জন্য বিভিন্ন জায়গায় সুড়ঙ্গ খুঁড়ে কয়লা বের করে আনার কাজ চলে। এ রকমই একটি কয়লা খনিতে দু’সপ্তাহ ধরে ১৫ জন শ্রমিক আটকে রয়েছেন। খনির ভিতরের জল বের করা যাচ্ছে না। কারণ জল বের করতে ১০টি উচ্চক্ষমতা সম্পন্ন পাম্প দরকার এনডিআরএফ-এর। রয়েছে মাত্র দু’টি। ফলে উদ্ধারকার্য বন্ধ হয়ে গিয়েছে। রাজ্য সরকারের অভিযোগ, পাম্প চেয়েও মেলেনি। শ্রমিকরা সকলেই মারা গিয়েছে ধরে নিয়ে রাজ্য ক্ষতিপূরণও ঘোষণা করে দিয়েছে। রাহুল আজ টুইট করে বলেন, ‘১৫ জন শ্রমিক গত দু’সপ্তাহ ধরে খনিতে জলের মধ্যে আটকে ছটফট করছেন। এরই মধ্যে, প্রধানমন্ত্রী বগিবিল সেতুর উপরে ক্যামেরার সামনে অহঙ্কারী ভঙ্গিতে হাঁটাচলা করছেন। কিন্তু তার সরকার উদ্ধারের জন্য পাম্পের ব্যবস্থা করতে নারাজ। প্রধানমন্ত্রী দয়া করে খনির শ্রমিকদের বাঁচান!’

মেঘালয় সরকারের জোটে এখন বিজেপিও রয়েছে। রাহুলের আক্রমণে পাল্টা জবাব দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী উত্তর-পূর্বের নেতা কিরেণ রিজিজু। তাঁর অভিযোগ, মেঘালয়ে বেআইনি খননের জন্য অতীতে কংগ্রেস সরকারের অবহেলাই দায়ী। রাহুলকে উদ্দেশ করে রিজিজু বলেন, ‘দুর্ঘটনা নিয়ে রাজনীতি করা ঠিক নয়। আমরা রাজ্যকে সব রকম সাহায্য করছি। কিন্তু মেঘালয়ে এর আগের কংগ্রেস সরকারের অবহেলার জন্যই বেআইনি খনন চলছে।’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement