প্রতীকী ছবি।
টাকা কী দিয়ে তৈরি? এই প্রশ্ন করলে বেশিরভাগই বলবেন, কেন কাগজ দিয়ে তৈরি। এটা বলাটা স্বাভাবিক। কারণ আমাদের দেশে যে সব টাকার নোট দেখি, সেগুলি তো কাগজেরই তৈরি!
কিন্তু না। রিজার্ভ ব্যাঙ্ক কিন্তু এ বিষয়ে অন্য তথ্য দিচ্ছে। আর সেই তথ্য জানলে হতবাকই হবেন।
রিজার্ভ ব্যাঙ্ক বলছে, টাকার নোট শুধু কাগজের তৈরি হলে সেগুলি বেশি দিন টিকবে না। কারণ কাগজ টেকসই নয়। তা হলে ভারতে টাকার নোট কী দিয়ে তৈরি করা হয়?
রিজার্ভ ব্যাঙ্ক বলছে, নোট তৈরির অন্যতম প্রধান এবং গুরুত্বপূর্ণ কাঁচামাল তুলো। টাকার নোট তৈরিতে ১০০ শতাংশ তুলো ব্যবহার করা হয়। শুধু ভারতই নয়, অনেক দেশই নোট তৈরিতে কাঁচামাল হিসেবে তুলো ব্যবহার করে থাকে। তুলোর মধ্যে যে তন্তু থাকে তাকে লিনেন বলে। নোট তৈরির সময় তুলোকে জিলেটিন অ্যাডেসিভ সলিউশনের সঙ্গে মেশানো হয় যাতে তা আরও টেকসই হয়। ফলে টাকার নোট সহজে ছেঁড়ে না।