National News

‘বাহুবলী ব্রেন সার্জারি’ কী জানেন?

অবাক হচ্ছেন? কিন্তু এমন ঘটনা ঘটেছে বলে দাবি করেছেন অন্ধ্রপ্রদেশের এক দল চিকিত্সক। ঘটনাটি ঠিক কী?

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৩ অক্টোবর ২০১৭ ২০:১৩
Share:

‘বাহুবলী’ এফেক্ট এ বার অপারেশন থিয়েটারেও!

Advertisement

অবাক হচ্ছেন? কিন্তু এমন ঘটনা ঘটেছে বলে দাবি করেছেন অন্ধ্রপ্রদেশের এক দল চিকিত্সক। ঘটনাটি ঠিক কী?

আরও পড়ুন, সিঁদুর খেলায় মাতলেন সেলেবরা...

Advertisement

নিউজ এইট্টিনের খবর অনুযায়ী, অন্ধ্রপ্রদেশের গুন্টুর জেলার এক বেসরকারি হাসপাতালে ব্রেন টিউমার নিয়ে ভর্তি হন পেশায় নার্স ৪৩ বছরের বিনয়া কুমারী। গত ২১ সেপ্টেম্বর তাঁর মাথার অস্ত্রোপচার করেন চিকিত্সকেরা। অস্ত্রোপচারের সময় রোগীর জ্ঞান থাকা নাকি জরুরি। সে সময় অন্য দিকে বিনয়ার মনোযোগ ঘোরাতে ল্যাপটপে ‘বাহুবলী’ ছবিটি চালিয়ে দেন। সফল অস্ত্রোপচারের নেপথ্যে ছবিটির অবদান স্বীকার করে নিয়েছেন ওই চিকিত্সক দল। এমনকী, এর নাম তাঁরা দিয়েছেন ‘বাহুবলী ব্রেন সার্জারি’।

আরও পড়ুন, আপকামিং মুভিজ: এক নজরে অক্টোবরের বলিউড রিলিজ

নিউরো সার্জেন শ্রীনিবাস জানিয়েছেন, এই ধরনের অস্ত্রোপচারে রোগীর জ্ঞান থাকাটা জরুরি। বাহুবলী চালিয়ে দেওয়ায় বিনয়া সেটাই দেখতে থাকেন। ফলে অস্ত্রোপচারের ভয়ও পাননি। আপাতত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বিনয়া। তাঁর কথায়, ‘‘এক-দেড় ঘণ্টা অপারেশন চলেছিল। কিন্তু আর একটু বেশি সময় চললে আমার সিনেমাটা পুরোটা দেখা হয়ে যেত।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement