মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন এমকে স্ট্যালিন
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন ডিএমকে প্রধান এমকে স্ট্যালিন। শুক্রবার সকালে চেন্নাইয়ের রাজভবনে তিনি শপথ নেন। শপথবাক্য পাঠ করান তামিলনাড়ুর রাজ্যপাল বানওয়ারিলাল পুরোহিত। স্ট্যালিন ছাড়াও ৩২ জন মন্ত্রী শপথ নিয়েছেন। মুখ্যমন্ত্রীর পদ ছাড়াও স্বরাষ্ট্র-সহ কয়েকটি দফতর নিজের হাতে রেখেছেন করুণানিধি পুত্র।
তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে ডিএমকে। ২৩৪ আসনের মধ্যে তারা পেয়েছে ১৩৩ আসন। প্রধান বিরোধী দল হিসেবে এডিএমকে পেয়েছে ৬৬। বিজেপি পেয়েছে মাত্র ৪টি আসন। কংগ্রেস ১৮টি আসন।
মুখ্যমন্ত্রী হিসেবে স্ট্যানিলের এটি হবে প্রথম মেয়াদ। শপথ নিয়েই তাঁকে রাজ্যে করোনা সংক্রমণ সামলাতে মাঠে নামতে হবে। নির্বাচনের প্রচারের সময় থেকে করোনা সংক্রমণ বেড়েছে। তাই করোনা মোকাবিলা তাঁর এই মুহূর্তে বড় চ্যালেঞ্জগুলির মধ্যে অন্যতম।
জাতীয় রাজনীতিতে বিরোধী ঐক্য গঠনের উদ্যোগে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সংযোগ রেখে চলেন স্ট্যালিন। আবার এই বিধানসভা নির্বাচনে তৃণমূলের ভোটকুশলী হওয়ার পাশাপাশি স্ট্যালিনকেও পরামর্শ দিয়েছেন পিকে।