নোট বাতিল বিতর্ক প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল। তার জেরে কার্বি আংলং জেলার বিজেপি নেতা তথা স্বশাসিত পরিষদের সদস্য সূর্য রংফার দিল্লির মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মামলা ঠুকেছেন। মামলার শুনানিতে ৩০ জানুয়ারি দিল্লির মুখ্যমন্ত্রীকে হাজির হতে নির্দেশ দিয়েছে ডিফুর জেলা আদালত।
নোট বাতিলের সমস্যা নিয়ে বিজেপি বনাম আম আদমি পার্টির তীব্র মতভেদ চলছে। তার জেরেই কেজরীবাল জানান, অর্থনীতি সম্পর্কে নরেন্দ্র মোদীর কোনও ধারণাই নেই। সেই জন্য এমন তুঘলকি সিদ্ধান্ত নিয়েছেন তিনি। কেজরি টুইট করেন, ‘‘মোদী জী ১২ পাশ হ্যায়। উসকে বাদ কি ডিগ্রি ফর্জি হ্যায়।’’ টুইট করেন, ‘‘মোদী জি আপনে ডিগ্রি দিখানে পর কোর্ট সে স্টে কিঁউ লে রহে হ্যায়?’’ কেজরী টুইট হ্যান্ডেলে লিখেছিলেন, ‘‘গোটা দেশ নোট বাতিলের ধাক্কা নাজেহাল। তাই দেশবাসী জানতে চায় মোদীজির শিক্ষাগত যোগ্যতা কতটা? তিনি কি আদৌ অর্থনীতি বোঝেন? কেন গুজরাত হাইকোর্টে শিক্ষাগত যোগ্যতা নিয়ে মামলা ওঠায় নিজের সেরা আইনজীবিকে পাঠালেন স্থগিতাদেশ নিতে? ডিগ্রি তবে ভুয়ো?’’
এই টুইটগুলিকে হাতিয়ার করেই মামলা ঠুকেছেন বিজেপি সদস্য সূর্যবাবু। ডিফুর জেলা আদালতে ভারতীয় দণ্ডবিধির ৪৯৯/৫০০/৫০১ ধারায় মামলা দায়ের করা হয়। সেই মামলার প্রথম শুনানির পরে বিচারক নবকুমার ডেকা বরুয়া ২০১৭ সালের ৩০ জানুয়ারি কেজরীবালকে তাঁর এজলাসে হাজির হওয়ার নোটিশ জারি করেছেন। এর আগে বরপেটা সত্রে ঢোকা নিয়ে বিতর্কের জেরে দায়ের হওয়া মামলায় কংগ্রেসের জাতীয় সহ-সভাপতি রাহুল গাঁধীকে তলব করেছিল কামরূপ মহানগর জেলা দায়রা আদালত। সশরীরে হাজির হয়েছিলেন রাহুল। এ বার অপেক্ষা, কেজরীবালও নিজেই ডিফু আদালতে হাজির হন কিনা।