এক ভাড়াটেকে ছুরি দিয়ে কোপ বসালেন ওই বাড়িরই আর এক ভাড়াটে। —প্রতিনিধিত্বমূলক চিত্র।
শৌচালয় পরিষ্কার করা নিয়ে দিল্লির গোবিন্দপুরীর ভাড়াবাড়িতে তুলকালাম। এক ভাড়াটেকে ছুরি দিয়ে কোপ বসালেন ওই বাড়িরই আর এক ভাড়াটে। ছুরির আঘাতে আহত দু’জন। এই ঘটনায় আটক করা হয়েছে ভিকম সিংহ, তাঁর স্ত্রী মিনা এবং তিন সন্তানকে। তিন সন্তানের মধ্যে সঞ্জয়ের বয়স ২০ বছর, রাহুলের বয়স ১৮ বছর। ভিকম সিংহের তৃতীয় সন্তান নাবালক।
আহত এবং অভিযুক্ত গোবিন্দপুরীর একই বাড়িতে ভাড়া থাকতেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দু’জনের পরিবার একই শৌচালয় ব্যবহার করতেন। সেই শৌচালয় নিয়েই বচসা শুরু হয়। অভিযোগ, শৌচালয় ব্যবহার করে ঠিক মতো জল দেয়নি এক নাবালক। সেই নিয়ে দুই পরিবারের বচসা চরমে ওঠে। তার জেরে সুধীর নামে যুবককে ছুরির কোপ বসানো হয় বলে অভিযোগ। আহত হন সুধীরের ভাই প্রেম, বন্ধু সাগর। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ।
আহত তিন জনকেই শনিবার রাত ৩টে নাগাদ দিল্লির এমস হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসা চলার সময় মৃত্যু হয় সুধীরের। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, সুধীরের বুকে, মাথায়, মুখে সব্জি কাটার ছুরি দিয়ে আঘাত করা হয়েছে। প্রেমের অবস্থা আশঙ্কাজনক। সাগরকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।