রঙিন মুরগিছানায় ঠকছে করিমগঞ্জ

রঙিন মুরগিছানায় মজেছে করিমগঞ্জ। বিক্রেতাদের দাবি, সেগুলি রফতানি হয়েছে চিন থেকে। রমরমিয়ে ব্যবসা চলছে শহরজুড়ে। লাল, সবুজ, বাদামি, কমলা রঙের মুরগিছানা কিনতে ভিড় জমছে দোকানে দোকানে। অনেকেই ৮-১০টি করে রঙিন মুরগিছানা কিনে ফিরছেন বাড়িতে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

করিমগঞ্জ শেষ আপডেট: ২৪ অগস্ট ২০১৬ ০২:৪১
Share:

বিক্রি হচ্ছে রঙিন মুরগিছানা। করিমগঞ্জে। ছবি: শীর্ষেন্দু সী

রঙিন মুরগিছানায় মজেছে করিমগঞ্জ। বিক্রেতাদের দাবি, সেগুলি রফতানি হয়েছে চিন থেকে। রমরমিয়ে ব্যবসা চলছে শহরজুড়ে। লাল, সবুজ, বাদামি, কমলা রঙের মুরগিছানা কিনতে ভিড় জমছে দোকানে দোকানে। অনেকেই ৮-১০টি করে রঙিন মুরগিছানা কিনে ফিরছেন বাড়িতে। একেকটির দাম পড়ছে ২৫-৪০ টাকা।

Advertisement

শহরবাসীর একাংশের বক্তব্য, চোখের সামনে এ ভাবে লোক ঠকাচ্ছে অসাধু ব্যবসায়ীরা। রঙিন মুরগি বিক্রির সময় জানিয়ে দেওয়া হচ্ছে, সেগুলিকে যেন সাবধানে পালন করা হয়। মাথা ঘুরিয়ে বোঝানো হচ্ছে, চিনের ওই সব মুরগি এ দেশের মুরগির মতো সগজে মরেও যায় না।

কিন্তু পোষা মুরগিগুলি বাড়িতে বড় হলেই আসল ‘রঙ’ বের হচ্ছে। পোলট্রির মরগির মতোই রূপ নিচ্ছে রঙিন মুরগিছানা! ভুল বুঝছেন অনেক ক্রেতাই। তাঁদেরই এক জন করিমগঞ্জের স্টেশন রোডের বাসিন্দা প্রবীণ পাল। তিনি বলেন, ‘‘পাঁচটা চিনা মুরগিছানা কিনেছিলাম। এখন রঙ বদলে সবই সাদা হয়ে যাচ্ছে।’’ ক্রেতাদের অভিযোগ, পোলট্রির মুরগিছানাগুলোকে রঙে ডুবিয়ে বিক্রি করছে কেউ কেউ। প্রতারিত হচ্ছেন গ্রাহকরা। একটি সাধারণ মুরগিছানার দাম ৭-১০ টাকা। তা বিক্রি করা হচ্ছে কয়েক গুণ বেশি দামে। প্রশাসনকে এ নিয়ে পদক্ষেপ করার আর্জি জানিয়েছেন শহরবাসীর অনেকেই।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement