Raihan Vadra

প্রিয়ঙ্কা-পুত্র এ বার কি রাজনীতিতে

শুক্রবার রাহুল গান্ধী দীপাবলি নিয়ে নেটদুনিয়ায় একটি ভিডিয়ো তুলে দিয়েছেন। তাতে তাঁর সঙ্গে দেখা যাচ্ছে ভাগ্নে রেহান রাজীব বঢরাকে। রবার্ট ও প্রিয়ঙ্কা গান্ধী বঢরার পুত্র।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ নভেম্বর ২০২৪ ০৮:৫৪
Share:

ভাগ্নে রেহান বঢরার সঙ্গে রাহুল গান্ধী। ছবি: রাহুলের সমাজমাধ্যম থেকে।

কিছু দিন আগে তাঁকে দেখা গিয়েছিল মায়ের রোড শো-য়ে। ওয়েনাড়ে মায়ের প্রথম লোকসভা নির্বাচনে প্রার্থী হওয়ার মনোনয়ন জমা দেওয়ার দিনে। এ বার তাঁকে দেখা গেল মামার সঙ্গে দীপাবলির ভিডিয়োয়।

Advertisement

গান্ধী পরিবার কি পরবর্তী প্রজন্মকে রাজনীতিতে নিয়ে আসার কাজ শুরু করে দিল?

শুক্রবার রাহুল গান্ধী দীপাবলি নিয়ে নেটদুনিয়ায় একটি ভিডিয়ো তুলে দিয়েছেন। তাতে তাঁর সঙ্গে দেখা যাচ্ছে ভাগ্নে রেহান রাজীব বঢরাকে। রবার্ট ও প্রিয়ঙ্কা গান্ধী বঢরার পুত্র। প্রিয়ঙ্কা গান্ধী বঢরা সম্প্রতি রাহুল গান্ধীর গত পাঁচ বছরের লোকসভা কেন্দ্র ওয়েনাড়ে উপনির্বাচনে প্রার্থী হয়ে নির্বাচনী রাজনীতিতে পা রেখেছেন। ঠিক তার পরেই রাহুল গান্ধীর ভিডিয়োয় রেহানকে দেখে দিল্লির রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে, এ কি রেহানকে রাজনীতিতে এগিয়ে দেওয়ার প্রথম ধাপ?

Advertisement

সাধারণত গান্ধী পরিবার ধর্মীয় বা পারিবারিক অনুষ্ঠানের ভিডিয়ো প্রকাশ্যে আনে না। কিন্তু রাহুল গান্ধীর এ দিনের ভিডিয়োয় দীপাবলি পালনের দৃশ্য উঠে এসেছে। চব্বিশ বছরের রেহান ফটোগ্রাফার, শিল্পী, কিউরেটর হিসেবে কাজ করেন। দিল্লি ও মুম্বইয়ে তাঁর একাধিক প্রদর্শনীও হয়েছে। ভিডিয়োয় দেখা যাচ্ছে, রেহানকে সঙ্গে নিয়ে সনিয়া গান্ধীর বাসভবন দশ জনপথের মেরামতিতে রাজমিস্ত্রিদের সঙ্গে হাত লাগিয়েছেন রাহুল। রাহুল কিছু দিন আগে দিল্লির উত্তমনগরে কুমোরদের মহল্লায় গিয়েছিলেন। তাঁদের সঙ্গে মাটির প্রদীপ তৈরি করেছিলেন। সেই প্রদীপ নিয়ে, দেশের রাজমিস্ত্রি, কুমোর শিল্পীদের আর্থিক পরিস্থিতি নিয়ে রাহুলকে রেহানের সঙ্গে গভীর আলোচনা করতে দেখা গিয়েছে। কেন তাঁরা পরিশ্রম, দক্ষতার দাম পাচ্ছেন না, তা নিয়ে রাহুল ভাগ্নের সঙ্গে কথা বলেছেন। আবার মজার ছলে রেহানের মাথায় চাঁটি মেরে রাহুল তাঁকে সবাইকে দীপাবলির শুভেচ্ছাও জানাতে বলেছেন। বিজেপি নেতারা কটাক্ষ করে বলেছেন, কংগ্রেসের নেতা-কর্মীদের নতুন ‘বস’-এর আবির্ভাব হল!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement