এ বার স্বামী ধর্মেন্দ্রই ট্রোল করলেন হেমা মালিনীকে। —ফাইল চিত্র।
সংসদ ভবন চত্বরে ঝাড়ু দেওয়া নিয়ে আগেই ট্রোলড হয়েছিলেন মথুরার বিজেপি সাংসদ হেমা মালিনী। এ বার প্রকাশ্যে তাঁকে ব্যঙ্গ করলেন স্বামী ধর্মেন্দ্রই। জানিয়ে দিলেন, সিনেমার পর্দা ছাড়া বাস্তবে কখনও ঝাড়ু ধরেননি হেমা।
৮৩ বছরের ধর্মেন্দ্র টুইটারে যথেষ্ট সক্রিয়। সম্প্রতি সেখানেই তাঁকে চেপে ধরেন অনুরাগীরা। জানতে চান, হেমা মালিনী কখনও ঝাড়ু ধরেছেন কি না। জবাবে ধর্মেন্দ্র লেখেন, ‘ধরেছেন বইকি। তবে সিনেমার পর্দায়। ওঁকে দেখে আমারও আনাড়ি মনে হয়েছিল।’
তবে স্ত্রী ঝাড়ু ধরতে না জানলেও, তিনি ভালই ঝাঁট দিতে পারেন বলে দাবি করেন ধর্মেন্দ্র। তিনি জানান, ‘ছোটবেলায় আমি কিন্তু বাড়ির কাজে মাকে সাহায্য করতাম। ঝাঁট দেওয়ায় তো রীতিমতো পটু ছিলাম। পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে ভালবাসি আমি।’’
আরও পড়ুন: সানগ্লাস এঁটে সংসদ ভবন ঝাঁট দিয়ে ট্রোলড হেমা মালিনী
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এ ভাবে সত্যটা তুলে ধরায় অনেকেই ধর্মেন্দ্রর প্রশংসা করেছেন। তাঁর ওই টুইটটি লাইক করেছেন বহু মানুষ। সেটি রিটুইটও করেছেন অনেকে। তবে ব্যঙ্গ করলেও, হেমার এই উদ্যোগের প্রশংসাও করেন ধর্মেন্দ্র। পরিচ্ছন্ন ভারত গড়ে তুলতে সকলকে আহ্বান জানান তিনি।
আরও পড়ুন: চাপে সক্রিয় পাকিস্তান, অবশেষে গ্রেফতার মুম্বই হামলার মাস্টারমাইন্ড হাফিজ সইদ
এ বছর মহাত্মা গাঁধীর ১৫০তম জন্মবার্ষিকী। সেই উপলক্ষে সংসদভবন চত্বরে স্বচ্ছ ভারত অভিযান চালানোর সিদ্ধান্ত নিয়েছেন স্পিকার। সেই কারণেই গত শনিবার অর্থ দফতরের প্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুরকে নিয়ে সংসদ ভবন চত্বর ঝাড়ু দিতে শুরু করেন হেমা। কিন্তু চোখে সানগ্লাস এঁটে পরিষ্কার জায়গায় ঝাড়ু চালানো নিয়ে তীব্র সমালোনার মুখে পড়েন তিনি। সাধারণ মানুষ তো বটেই বিরোধী শিবিরের অনেক নেতাও তাঁকে কটাক্ষ করেন। বাড়িতে ঝাড়ু ধরা প্র্যাকটিস করে তবেই ক্যামেরার সামনে পোজ দিতে আসা উচিত বলে মন্তব্য করেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। তবে হেমা নিজে এ নিয়ে কোনও প্রতিক্রিয়া দেননি।
এবার শুধু খবর পড়া নয়, খবর দেখাও। সাবস্ক্রাইব করুন আমাদের YouTube Channel - এ।