MDH

৯৮ বছর বয়সে প্রয়াত ‘এমডিএইচ মসালা’ কর্ণধার ধর্মপাল গুলাটি

দিল্লির একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ‘মহাশয়’ ধরমপাল। সেখানে আজ বৃহস্পতিবার সকালে  হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৩ ডিসেম্বর ২০২০ ১০:৩২
Share:

প্রয়াত এমডিএইচ কর্ণধার ধর্মপাল গুলাটি। —ফাইল চিত্র

প্রয়াত হলেন ‘এমডিএইচ মসালা’র কর্ণধার পদ্মশ্রী ‘মহাশয়’ ধর্মপাল গুলাটি। বয়স হয়েছিল ৯৮ বছর। বার্ধক্যজনিত অসুস্থতার কারণে দিল্লির একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ‘মহাশয়’ ধর্মপাল। সেখানে আজ বৃহস্পতিবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি।

Advertisement

পাকিস্তানের শিয়ালকোটে জন্ম ধরমপালের। দেশভাগের সময় তাঁর বাবা মহাশয় চুনিলাল গুলাটি চলে আসেন অমৃতসরে। সেখান থেকে পরে তাঁরা দিল্লির করোল বাগে পাকাপাকি ভাবে বসবাস শুরু করেন। চুনিলাল গুলাটি শুরু করেন মশলার ব্যবসা।

বাবার মৃত্যুর পর ব্যবসার হাল ধরেন ধর্মপাল। তাঁর হাত ধরেই ফুলে ফেঁপে ওঠে তাঁদের ব্যবসা। বর্তমানে শুধু ভারতেই নয়, ইউরোপ, আমেরিকা ও পশ্চিম এশিয়ার বহু দেশে ভারতীয় মশলা রফতানি করে ধর্মপালের সংস্থা এমডিএইচ। ২০১৯ সালে তাঁকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করে ভারত সরকার।

Advertisement

আরও পড়ুন: সংসার চালাতে টাঙ্গা চালাতেন, ২০০০ কোটির সাম্রাজ্য রেখে গেলেন ইনি

আরও পড়ুন: দেশের সব হাজত, জেরা রুমে থাকতে হবে সিসিটিভি, রায় সুপ্রিম কোর্টের

কিন্তু ধরমপালের স্বকীয়তা ছিল তাঁর সংস্থার পরিচালনায়। ক্ষুদ্র ক্ষুদ্র সংস্থাও যেখানে পেশাদার অভিনেতাদের দিয়ে বিজ্ঞাপন করাতেন, ধর্মপাল তা করেননি। বরং নিজেই সব পণ্যের বিজ্ঞাপন করতেন। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া-সহ বহু মানুষ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement