নরেন্দ্র মোদী। ফাইল চিত্র।
বাংলাদেশ সফর বাতিল হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। সংবাদ সংস্থা এএনআই এই খবর জানিয়েছে। আগামী ১৭ মার্চ ‘মুজিব বর্ষ’ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা যাওয়ার কথা ছিল মোদীর। শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানিয়েছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই অনুষ্ঠানে যোগ দেওয়ার পাশাপাশি দুই রাষ্ট্রনেতার মধ্যে বৈঠক হওয়ার কথাও ছিল। কিন্তু বিশ্বজুড়ে করোনাভাইরাসের প্রকোপে উদ্ভূত পরিস্থিতি খতিয়ে দেখে ‘মুজিব বর্ষ’ অনুষ্ঠান বাতিল করে দেয় বাংলাদেশ। তার পরই মোদীর সফর বাতিল করা হয়।
বাংলাদেশে তিন জনের শরীরে করোনাভাইরাস সংক্রমণের খবর সামনে আসে রবিবার। বাংলাদেশের জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের পরিচালক মিরজাদি সেব্রিনা ফ্লোরা জানান, এখনও পর্যন্ত তিন জনের শরীরে সংক্রমণ মিলেছে। তিনি আরও জানান, আক্রান্তদের মধ্যে দু’জন পুরুষ এবং এক জন মহিলা। আক্রান্তদের মধ্যে অম্তত এক জন সম্প্রতি ইতালি থেকে ফিরেছেন। কোয়ারেন্টাইন করে রাখা হয়েছে আরও তিন জনকে।
আরও পড়ুন: নিরুদ্দেশ দুবাই ফেরত যাত্রী, করোনা আতঙ্কে ঘুম উড়েছে ম্যাঙ্গালুরু প্রশাসনের
আরও পড়ুন: ইটালিতে ‘গৃহবন্দি’ ১ কোটি ৬০ লক্ষ, করোনা-হানা বাংলাদেশেও
চিন, ইতালি, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, ইরান এবং তাইল্যান্ড থেকে আসা নাগরিকদের ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছে বাংলাদেশ সরকার। এ সব দেশ থেকে আসা নাগরিকদের বিমানবন্দরে থার্মাল স্ক্রিনিংয়ের ব্যবস্থা করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখা হাসিনা দেশবাসীকে করোনা নিয়ে অযথা আতঙ্কিত না হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। সেই সঙ্গে আশ্বাস দিয়েছেন, এই ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকার সব রকম ভাবে প্রস্তুত আছে।