Derek O'Brien

Derek O'Brien: অমিত শাহ যদি বুধবার সংসদে আসেন, তবে মাথা মুড়িয়ে ফেলব, চ্যালেঞ্জ ডেরেক ও’ব্রায়েনের

দিল্লিতে নাবালিকা গণধর্ষণের ঘটনার মতোই পেগাসাস-কাণ্ড নিয়ে দেশ জুড়ে তোলপাড় হলেও মুখ খোলেননি মোদী-শাহ জুটি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৪ অগস্ট ২০২১ ০৩:৪৫
Share:

ডেরেক ও’ব্রায়েন এবং অমিত শাহ। ফাইল চিত্র।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নাকি কখনই সংসদে দেখা যায় না। পেগাসাস বা দিল্লিতে নাবালিকা গণধর্ষণের ঘটনায় দেশ তোলপাড় হলেও তা নিয়ে সংসদে বিবৃতি দিতেও দেখা যায়নি তাঁদের। এমন অভিযোগে সর্বদা সরব বিরোধী শিবির। তারই মধ্যে মঙ্গলবার চ্যালেঞ্জ ছুড়লেন তৃণমূলের জাতীয় মুখপাত্র তথা রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন। বললেন, বুধবার যদি সংসদে ‘নিখোঁজ’ শাহ উপস্থিত হন, তবে নিজের মাথা কামিয়ে ফেলবেন তিনি। মঙ্গলবার একটি সর্বভারতীয় টেলিভিশন চ্যানেলে একান্ত সাক্ষাৎকারে এ কথা বলেন ডেরেক।

Advertisement

ওই সাক্ষাৎকারে শাহকে বিঁধে ডেরেকের কটাক্ষ, ‘‘প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রীকে কখনই সংসদে আসতে দেখি না। (অমিত শাহের) নিখোঁজ হওয়ার নোটিস জারি করছি। দায়িত্বশীল বিরোধী হিসাবে এটা অবশ্যই আমাদের করা উচিত।’’

প্রসঙ্গত, রবিবার দিল্লি ক্যান্টনমেন্ট এলাকার পুরনো নাঙ্গালে এক নাবালিকাকে গণধর্ষণ করে খুনের অভিযোগ উঠেছে। এমনকি, ওই নাবালিকার পরিবারের অনুমতি ছাড়াই তার দেহ শশ্মানের চুল্লিতে দাহ করে দেওয়া হয় বলেও অভিযোগ। স্থানীয়দের বিক্ষোভের পর ঘটনার মূল অভিযুক্ত শ্মশানের পুরোহিত-সহ তাঁর সঙ্গীদের গ্রেফতার করে দিল্লি পুলিশ।

Advertisement

খাস রাজধানীতে এই ঘটনায় তোলপাড় শুরু হয়েছে দেশ জুড়ে। যদিও এ নিয়ে কেন্দ্রের তরফে এখনও পর্যন্ত কোনও বিবৃতি আসেনি। তা নিয়ে শাহকে আক্রমণ করেছেন ডেরেক। তিনি বলেন, ‘‘দিল্লিতে একটি ন’বছরের দলিত নাবালিকার গণধর্ষণ করা হয়েছে। সংসদে এসে স্বরাষ্ট্রমন্ত্রীর কি প্রশ্নের জবাব দেওয়া উচিত নয়?’’ এর পরই শাহকে লক্ষ্য করে টেলিভিশনের সঞ্চালককে শুনিয়েছেন তাঁর চ্যালেঞ্জ— ‘‘আগামিকাল (বুধবার) অমিত শাহ যদি রাজ্যসভা বা লোকসভায় আসেন এবং দিল্লির নাবালিকা গণধর্ষণ-কাণ্ড নিয়ে বিবৃতি দেন, তবে আপনার শোতে আমি মাথা কামিয়ে ফেলব।’’

দিল্লির এই ঘটনার মতোই পেগাসাস-কাণ্ড নিয়ে দেশ জুড়ে তোলপাড় হলেও মুখ খোলেননি মোদী-শাহ জুটি। তা নিয়ে শাহের কাছে ডেরেকের চ্যালেঞ্জ, ‘‘আমি অমিত শাহকে চ্যালেঞ্জ করছি। কারণ, তিনি পেগাসাস (কাণ্ড) থেকে পালাচ্ছেন।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement