Greater Noida

ফ্ল্যাটে ঢুকে মহিলাকে ধর্ষণ, গ্রেফতারি এড়াতে পুলিশকে লক্ষ্য করে গুলি অভিযুক্ত ডেলিভারি বয়ের

পুলিশ সূত্রে খবর, গ্রেটার নয়ডার আবাসন থেকে অ্যাপের মাধ্যমে মুদির সামগ্রীর অর্ডার দিয়েছিলেন ওই মহিলা। সেই সামগ্রী নিয়ে সরবরাহ করতে ওই আবাসনে যান সুমিত সিংহ নামে এক ডেলিভারি বয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৯ অক্টোবর ২০২৩ ১৫:৫৬
Share:

অভিযুক্ত যুবক সুমিত সিংহ। ছবি: সংগৃহীত।

মুদির সামগ্রী সরবরাহ করতে গিয়ে ফ্ল্যাটে ঢুকে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠল উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডায়।

Advertisement

পুলিশ সূত্রে খবর, গ্রেটার নয়ডার আবাসন থেকে অ্যাপের মাধ্যমে মুদির সামগ্রীর অর্ডার দিয়েছিলেন ওই মহিলা। সেই সামগ্রী নিয়ে সরবরাহ করতে ওই আবাসনে যান সুমিত সিংহ নামে এক ডেলিভারি বয়। সামগ্রী সরবরাহ করতে গিয়ে তিনি দেখেন, ফ্ল্যাটে মহিলা একাই রয়েছেন। অভিযোগ, তার পরই জোর করে ফ্ল্যাটে ঢুকে পড়েন। তার পর মহিলাকে ধর্ষণ করে চম্পট দেন।

শুক্রবারের এই ঘটনার পর পুলিশের কাছে ওই ডেলিভারি বয়ের নামে অভিযোগ দায়ের করেন মহিলা। সুমিতকে ধরতে বেশ কয়েকটি দল গঠন করে নয়ডা পুলিশ। কিন্তু কিছুতেই তাঁর নাগাল পাওয়া যাচ্ছিল না। শনিবার গোপন সূত্রে পুলিশ খবর পায়, গ্রেটার নয়ডায় নিজের বাড়িতেই আত্মগোপন করে রয়েছেন সুমিত।

Advertisement

তার পরই পুলিশের একটি দল সেখানে পৌঁছয়। সুমিতের বাড়ি ঘিরে ফেলে তারা। সুমিতকে আত্মসমর্পণ করতে বলা হয়। কিন্তু সুমিত তা না করে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। তাঁকে এক পুলিশকর্মী ধরতে গেলে তাঁর কোমর থেকে পিস্তল ছিনিয়ে নিয়ে পুলিশের দলটিকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করেন। তাঁকে ধরতে পুলিশের বিশেষ বাহিনী পৌঁছয় সুমিতের বাড়িতে। তল্লাশি চালিয়ে সুমিতকে খুঁজে বার করা হয়। আবার পুলিশকে লক্ষ্য করে গুলি চালানো শুরু করায় শেষমেশ সুমিতকে বাগে আনতে পাল্টা গুলি চালায় পুলিশও। সুমিতের পায়ে গুলি করা হয়। আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement