Murder

দিল্লিতে বাড়িতে ঢুকে তরুণীকে গুলি করে খুন, দুই আততায়ীর মুখে ছিল মাস্ক

পুলিশ সূত্রে জানা গিয়েছে, তরুণীর নাম পূজা যাদব। শুক্রবার রাত ৯টা নাগাদ মাস্ক পরে তরুণীর বাড়িতে চড়াও হন দু’জন। তাঁকে গুলি করেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৮ অক্টোবর ২০২৩ ১৭:৪৬
Share:

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

বাড়ি ঢুকে তরুণীকে গুলি করে খুন। অভিযুক্তদের মুখে ছিল মাস্ক। দিল্লির জৈতপুরের ঘটনা। পুলিশ জানিয়েছে, শুক্রবার রাতে ২৪ বছরের তরুণীর বাড়ি ঢুকে গুলি করে খুন করেছেন দু’জন। তরুণীকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, তরুণীর নাম পূজা যাদব। শুক্রবার রাত ৯টা নাগাদ মাস্ক পরে তরুণীর বাড়িতে চড়াও হন দু’জন। তাঁকে গুলি করেন। গুলির শব্দ শুনে ছুটে আসেন স্থানীয়েরা। অভিযুক্তদের ধাওয়া করে ধরার চেষ্টা করেন। কিন্তু তাঁরা মোটরবাইকে পালানোর চেষ্টা করছিলেন। সেই মোটরবাইকটিকে ধরতে পারলেও দুই অভিযুক্তকে ধরা যায়নি। পুলিশ দু’চাকার যানটি বাজেয়াপ্ত করেছে। তবে তাতে কোনও নম্বর প্লেট নেই। অভিযুক্তদের খোঁজ চালাচ্ছে পুলিশ।

বৃহস্পতিবার দিল্লির এক মেট্রো স্টেশনের কাছে ৩০ বছরের এক মহিলার দেহ উদ্ধার হয়। পুলিশ জানিয়েছে, মৃতার পরিচয় যাতে সহজে প্রকাশিত না হয়, সে কারণে পাথর দিয়ে মুখ থেঁতলে দেওয়া হয়েছে। পুলিশ মৃতার পরিচয় খোঁজার চেষ্টা করছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement