Delhi Violence

উস্কানি ছিল সনিয়াদের: বিজেপি

বিদুরির দাবি, তদন্তে জানা যাবে, দেশ তথা সরকারকে বদনাম করতে মার্কিন প্রেসিডেন্টের সফরের সময় হিংসা ছড়ানোর জন্য কী ভাবে উস্কানি দিয়েছে কংগ্রেস।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ০৩ মার্চ ২০২০ ০১:৫১
Share:

বিজেপি সাংসদ রমেশ বিদুরি

দক্ষিণ দিল্লির বিজেপি সাংসদ রমেশ বিদুরি আজ অভিযোগ আনলেন, ‘‘ছেলে রাহুলকে প্রধানমন্ত্রী করতে না-পারার হতাশা থেকেই দিল্লিতে সংঘর্ষে ইন্ধন জুগিয়েছেন সনিয়া গাঁধী।’’ শুরুটা করেছিলেন প্রকাশ জাভড়েকর। গত শুক্রবার সাংবাদিক বৈঠকে তিনি দাবি করেন, সনিয়া ও রাহুল গাঁধী, আর প্রিয়ঙ্কা গাঁধী বঢরাদের উস্কানিতেই হিংসা ছড়িয়েছে দিল্লিতে। আজ ব্যাট ধরলেন বিজেপির অন্য নেতারা। বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বের প্রথম দিনেই বিরোধীরা সরকারকে চেপে ধরবে— এটা আঁচ করেই বিজেপির দিক থেকে অভিযোগের আঙুল ঘোরাতে সরব হলেন তাঁরা। দাবি করলেন, দিল্লিতে হিংসার পিছনে হাত রয়েছে কংগ্রেস ও তাদের সমর্থিত টুকড়ে টুকড়ে গ্যাং-এর।

Advertisement

জেএনইউয়ের প্রাক্তন ছাত্র উমর খালিদের গত ১৭ ফেব্রুয়ারির এক ভিডিয়ো টুইটারে পোস্ট করে বিজেপি নেতা তেজেন্দ্র সিংহ বাগ্গা দাবি করেন, ‘‘২৪ ফেব্রুয়ারি ডোনাল্ড ট্রাম্পের সফরের সময়ে পথে নেমে প্রতিবাদ জানানোর উস্কানি দিয়েছিলেন উমর। ওই সংঘর্ষের পিছনে ‘টুকড়ে টুকড়ে গ্যাং’-এর লোকজনের হাত রয়েছে।’’ বিজেপির অভিযোগ, এই ‘টুকড়ে টুকড়ে গ্যাং’-কে শুরু থেকেই মদত দিয়ে আসছে কংগ্রেস। বিজেপির এক নেতার কথায়, ‘‘খোদ রাহুল ওই গ্যাং-এর সমর্থনে মুখ খুলেছেন, থেকেছেন তাদের অনুষ্ঠানেও।’’ বিজেপি সাংসদ বিদুরি মন্তব্য করেন, ‘‘সনিয়াই এসপার-ওসপার লড়াইয়ের ডাক দিয়েছিলেন। রাহুলকে প্রধানমন্ত্রী পদে দেখতে না-পাওয়ার হতাশা থেকেই সংঘর্ষে উস্কানি দিয়েছেন সনিয়ারা।’’

বিদুরির দাবি, তদন্তে জানা যাবে, দেশ তথা সরকারকে বদনাম করতে মার্কিন প্রেসিডেন্টের সফরের সময় হিংসা ছড়ানোর জন্য কী ভাবে উস্কানি দিয়েছে কংগ্রেস। বিদুরির অভিযোগ উড়িয়ে দিয়ে কংগ্রেসের এক নেতা বলেন, ‘‘বিজেপির কপিল মিশ্র থেকে প্রবেশ বর্মা বা যোগী আদিত্যনাথ— কারা দিল্লি ভোটে হিংসার প্রচার করেছেছে, দেশ তা দেখেছে। বিজেপি নেতারা ভুলে গিয়ে থাকলে সেই ভিডিয়োগুলি দেখে নিতে পারেন।’’

Advertisement

দিল্লির ভোটে বিজেপির পরাজিত প্রাথী কপিল মিশ্রের হিংসাত্মক বক্তৃতার জেরেই উত্তর-পূর্ব দিল্লিতে হিংসা ছড়ায় বলে অভিযোগ থাকলেও তাঁর বিরুদ্ধে আজও এফআইআর করেনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পুলিশ। উল্টে, গত শুক্রবার সেই কপিলকেই শান্তি মিছিলের মুখ করে বিজেপি। সঙ্গে ছিল সঙ্ঘও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement