Rahul Gandhi

বিনা অনুমতিতে কেন হস্টেলে? রাহুল গান্ধীকে নোটিস পাঠানোর সিদ্ধান্ত দিল্লি বিশ্ববিদ্যালয়ের

গত শুক্রবার দিল্লি বিশ্ববিদ্যালয় চত্বরে ঢুকে স্নাতকোত্তর স্তরের ছাত্রাবাসে গিয়েছিলেন রাহুল। সেখানে পড়ুয়াদের সঙ্গে মধ্যাহ্নভোজেও অংশ নেন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ মে ২০২৩ ১৯:৩৪
Share:

বিনা অনুমতিতে ক্যাম্পাসে প্রবেশের অভিযোগে রাহুলকে নোটিস পাঠাচ্ছে দিল্লি বিশ্ববিদ্যালয়। ছবি: পিটিআই।

কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে দিল্লি বিশ্ববিদ্যালয় চত্বরে ঢোকার অভিযোগে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে নোটিস পাঠানোর প্রস্তুতি চলছে। মঙ্গলবার দিল্লি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিকাশ গুপ্ত এ কথা জানিয়েছেন।

Advertisement

বিকাশ বলেন, ‘‘রাহুল বিনা অনুমতিতে বিশ্ববিদ্যালয় চত্বরে ঢুকে ছাত্রাবাসে গিয়েছিলেন। তাঁর এমন পদক্ষেপ পড়ুয়াদের নিরাপত্তার পক্ষে ঝুঁকিপূর্ণ। এই পরিস্থিতিতে আমরা তাঁকে নোটিস পাঠিয়ে অননুমোদিত বিশ্ববিদ্যালয় সফরের কারণ জানতে চাইব।’’

প্রসঙ্গত, গত শুক্রবার দিল্লি বিশ্ববিদ্যালয় চত্বরে ঢুকে স্নাতকোত্তর স্তরের ছাত্রাবাসে গিয়েছিলেন রাহুল। সেখানে পড়ুয়াদের সঙ্গে মধ্যাহ্নভোজেও অংশ নেন তিনি। তার পরেই কর্তৃপক্ষ অভিযোগ করেছিলেন, হঠাৎ বিনা অনুমতিতে রাহুলের প্রবেশের কারণে বিশ্ববিদ্যালয় চত্বরে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল। ফলে পড়ুয়াদের মধ্যাহ্নভোজ পর্ব ব্যাহত হয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement