এক দিনে দিল্লিতে সুস্থ হয়েছেন ৯০৯ জন। প্রতীকী ছবি।
দিল্লিতে চোখরাঙাচ্ছে করোনাভাইরাস। গত ২৪ ঘণ্টায় আরও বৃদ্ধি পেল করোনা সংক্রমণ। বৃহস্পতিবারের রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দিল্লিতে সংক্রমিত হয়েছেন ১৫২৭ জন। যা গতকালের তুলনায় ৩৩ শতাংশ বেশি। বুধবার এই সংখ্যাটা ছিল ১১৪৯। দিল্লিতে সংক্রমণের হার ২৭.৭৭ শতাংশ।
করোনাকে হারিয়ে এক দিনে দিল্লিতে সুস্থ হয়েছেন ৯০৯ জন। গত ২৪ ঘণ্টায় ভাইরাসে মৃত্যু হয়েছে ২ জনের। গত কয়েক দিন ধরেই দেশের বিভিন্ন রাজ্যের মতো দিল্লিতে সংক্রমণের রেখচিত্র ঊর্ধ্বমুখী। বুধবারই দৈনিক আক্রান্তের সংখ্যা হাজার পার করেছে। এ বার আরও বৃদ্ধি পেল সংক্রমণ।
করোনার আবার বাড়বাড়ন্তে দিল্লিতে স্কুলগুলির জন্য শীঘ্রই নির্দেশিকা জারি করতে পারে কেজরীওয়ালের সরকার। বৃহস্পতিবার দিল্লির স্বাস্থ্যমন্ত্রী অতিশী বলেছেন, ‘‘কোভিড পরিস্থিতি খতিয়ে দেখছে আমাদের সরকার। খুব শীঘ্রই সমস্ত স্কুলে নির্দেশিকা জারি করা হবে।’’
দিল্লির পাশাপাশি গোটা দেশেও উদ্বেগ বাড়িয়েছে করোনা। বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশে সংক্রমিত হয়েছেন ১০ হাজার ১৫৮ জন। যা গত ৬ মাসের মধ্যে সর্বোচ্চ। বর্তমানে দেশে করোনা সংক্রামিত রোগীর সংখ্যা ৪৪,৯৯৮ জন।