ঠান্ডায় জবুথবু দিল্লি। —প্রতিনিধিত্বমূলক চিত্র।
শীতে জবুথবু দিল্লি। বৃহস্পতিবার সকালে দেশের রাজধানী নয়াদিল্লি এবং সংলগ্ন এলাকায় তাপমাত্রা ৫ ডিগ্রির নীচে নেমেছে। আবহাওয়া দফতর জানিয়েছে, দিল্লির সামগ্রিক তাপমাত্রা ৪.৮ ডিগ্রি সেলসিয়াস। এই মরসুমে এখনও পর্যন্ত এটিই সেখানকার সর্বনিম্ন তাপমাত্রা। শুধু তা-ই নয়, সংবাদ সংস্থা পিটিআই আবহাওয়া দফতরকে উদ্ধৃত করে জানিয়েছে, গত ১৪ বছরের মধ্যে এই প্রথম ডিসেম্বরে এতটা পারদপতন হল দিল্লিতে। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, আগামী কয়েক দিন শৈত্যপ্রবাহ চলবে দিল্লিতে।
শুধু দিল্লি নয়, রাজস্থান, পঞ্জাব, হরিয়ানার মতো উত্তর ভারতের একাধিক রাজ্যে শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। বুধবার নতুন করে তুষারপাত হয়েছে জম্মু ও কাশ্মীরে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, রাজস্থানের কোনও কোনও অংশে সোমবার পর্যন্ত শৈত্যপ্রবাহ চলবে। দিল্লি এবং গুজরাতের একাংশেও তা চলতে পারে শনিবার পর্যন্ত। পূর্ব ভারতে আগামী দু’দিনে তাপমাত্রা ধাপে ধাপে ২ থেকে ৩ ডিগ্রি কমবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। পশ্চিম ভারতে অবশ্য ২-৩ ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দেওয়া হয়েছে।
সাধারণত, রাতের তাপমাত্রা যদি ১০ ডিগ্রি বা তার নীচে নেমে যায় এবং স্বাভাবিক সর্বনিম্ন তাপমাত্রার থেকে তা যদি অন্তত পাঁচ ডিগ্রি কম হয়, সেটাকে বলা হয় শৈত্যপ্রবাহ।