ছবি: পিটিআই।
মরসুমের শীতলতম দিন কাটাল রাজধানী। কেন্দ্রীয় আবহাওয়া দফতর জানিয়েছে, আজ ভোরে দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করেছে ২.৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। সকাল সাড়ে আটটায় লোধি রোডের সর্বনিম্ন তাপমাত্রা নামে ১.৭ ডিগ্রি সেলসিয়াসে। ১৯৯২-এর পর থেকে যা নজিরবিহীন। ১৯৩০-এ দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা নামে শূন্য ডিগ্রি-তে।
সফদরজং পর্যবেক্ষণ কেন্দ্র জানায়, এ দিন শহরের বিভিন্ন স্থানে সকালের দিকে তাপমাত্রা নেমে যায় ২.৪ ডিগ্রিতে। ২০১৩-এর ৩০ ডিসেম্বরের দিনটিতেও এই একই তাপমাত্রা ছিল দিল্লিতে। তার আগে রাজধানীর শীতলতম ডিসেম্বর ছিল ১৯৯৬ সালের ১১ তারিখ। সে দিন তাপমাত্রা নামে ২.৩ ডিগ্রিতে। আবহাওয়া দফতর জানিয়েছে, ১২০ বছরের ইতিহাসে দ্বিতীয় শীতলতম ডিসেম্বর কাটাচ্ছে রাজধানী।
হাওয়া অফিস জানিয়েছে, বৃষ্টি দিয়েই এ বার বছর শুরু হবে ‘দূষণের রাজধানী’র। ৩১ ডিসেম্বর থেকে দিল্লি ও পাশ্ববর্তী নয়ডা, গুরুগ্রাম, গাজ়িয়াবাদ, ফরিদাবাদে বৃষ্টি শুরু হওয়ার কথা। ৩ জানুয়ারি পর্যন্ত চলবে এই অবস্থা। আজ সকাল থেকেই চারদিক ঘন কুয়াশায় ঢাকা থাকায় যান চলাচল ব্যাহত হয়। দিল্লি বিমানবন্দরে ঢোকার আগে ঘুরিয়ে দেওয়া হয় চারটি বিমান। রেল জানিয়েছে, দৃশ্যমানতা কম থাকায় ২ থেকে ৫ ঘণ্টা দেরি হয়েছে অন্তত ২৪টি ট্রেনের সময়ে। আজ বায়ু মানের সূচক ফের নিম্নগামী হয়। আজ সকালে ঘন কুয়াশার জেরে দিল্লি-জয়পুর জাতীয় সড়কের উপরে সাবন চক এলাকায় গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দু’জনের। আহত ১২। মৃতদের পরিচয় জানা যায়নি।
আরও পড়ুন: ‘বিজেপিতে রয়েছেন দুর্যোধন, দুঃশাসন, তাঁরাই চালাচ্ছেন টুকড়ে টুকড়ে গ্যাং’, তোপ যশবন্তের
রাজস্থানে বিভিন্ন জায়গায় শৈত্যপ্রবাহ ও কুয়াশায় স্বাভাবিক জনজীবন ব্যাহত হয়। শুক্রবার রাতে ফতেপুরের তাপমাত্রা ছিল হিমাঙ্কের ৪ ডিগ্রি নীচে। মাইনাস এক ডিগ্রিতে কেঁপেছে সীকর। মাউন্ট আবুতে তাপমাত্রা ছিল হিমাঙ্কের ১.৫ ডিগ্রি নীচে। হিমাচলেও আজ তাপমাত্রা নেমে যায় হিমাঙ্কের নীচে। কেলাং ছিল হিমাঙ্কের ১১.৫ ডিগ্রি নীচে। ৩১ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত তুষারপাতের পূর্বাভাস রয়েছে রাজ্যে। প্রবল শীতে কাঁপছে পঞ্জাব, হরিয়ানাও। বহু জায়গায় দৃশ্যমানতা ৬০০ মিটারের নীচে নেমে যাওয়ায় রেল, বিমান যোগাযোগ ব্যাহত হয়। শুক্রবার রাতে শীতের প্রকোপে চন্ডীগড়ে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।
আজ শৈত্যপ্রবাহে হাড় হিম ওড়িশার বেশিরভাগ অংশে। এই মরসুমে সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড তৈরি করেছে সোনপুর শহর। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২-৩ দিন ওড়িশায় তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ৪-৬ ডিগ্রি সেলসিয়াস কম থাকবে।