Delhi Pollution

দিল্লির দূষণ পরিস্থিতি ‘ভয়াবহ’! নিয়ন্ত্রণে সক্রিয় কেজরীওয়াল সরকার, গাড়িতে বিধিনিষেধ

গত ২৪ ঘণ্টার দিল্লির গড় বায়ুর গুণমান সূচক (একিউআই) ছিল ৪৩৪। অর্থাৎ, ‘ভয়াবহ’! রবিবার ভোরে এই সূচক ৩৭১ (খুব খারাপ) থাকলেও তা ৪০০-র গণ্ডি টপকে ‘ভয়াবহ’ হয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৯ জানুয়ারি ২০২৩ ২০:৪৯
Share:

দিল্লির বাতাসে দূষণ আবার বাড়ছে, বেশ কিছু যানবাহনে তাই নিষেধাজ্ঞা। ফাইল চিত্র।

প্রবল ঠান্ডার মধ্যে আবারও খারাপ হল দিল্লির দূষণ পরিস্থিতি। বায়ুদূষণ নতুন করে নিশ্বাস ফেলতে শুরু করেছে রাজধানীতে। পরিস্থিতি খারাপ হতেই দূষণ নিয়ন্ত্রণে কড়া পদক্ষেপ করা শুরু করল অরবিন্দ কেজরীওয়াল সরকার।

Advertisement

সোমবার দিল্লি সরকার রাস্তায় বিএস থ্রি পেট্রল এবং বিএস ফোর ডিজেল গাড়ি চলাচলের উপর শুক্রবার পর্যন্ত নিষেধাজ্ঞা বহালের কথা ঘোষণা করেছে। তবে সরকারি এবং জরুরি পরিষেবার কাজে যুক্ত বিএস থ্রি পেট্রল এবং বিএস ফোর গাড়িগুলিকে এ বিষয়ে ছাড় দেওয়া হয়েছে।

গত ২৪ ঘণ্টার দিল্লির গড় বায়ুর গুণমান সূচক (একিউআই) ছিল ৪৩৪। অর্থাৎ, ‘ভয়াবহ’! রবিবার ভোরে এই সূচক ৩৭১ (খুব খারাপ) থাকলেও তা ৪০০-র গণ্ডি টপকে ‘গুরুতর’ হয়েছে। আগামী ২৪ ঘণ্টাতেও পর্যন্ত বাতাসের মান ‘গুরুতর’ থাকবে বলেই বিশেষজ্ঞদের একাংশ জানিয়েছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement