কী কারণে ‘আত্মঘাতী’ হলেন হেড কনস্টেবল, তা খতিয়ে দেখতে তদন্তে নেমেছে দিল্লি পুলিশ। প্রতীকী ছবি।
টহলদারি ভ্যান নিয়ে ডিউটি করার সময় নিজের পিস্তল থেকে গুলি চালিয়ে আত্মঘাতী হলেন দিল্লি পুলিশের এক হেড কনস্টেবল। শনিবার দিল্লি পুলিশের কাছে এমনই দাবি করেছেন ওই ভ্যানের চালক। ময়নাতদন্তের জন্য মৃতের দেহ স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, শনিবার সকালে দিল্লির সিভিল লাইন থানা এলাকায় একটি টহলদারি ভ্যানে ‘আত্মঘাতী’ হন কর্তব্যরত হেড কনস্টেবল ইমরান মহম্মদ। ঘটনার সময় প্রকৃতির ডাকে সাড়া দিতে ভ্যানের বাইরে বেরিয়েছিলেন সেটির চালক অতুল ভাট্টি। ফিরে এসে ইমরানকে রক্তাক্ত অবস্থায় দেখেন তিনি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সিভিল লাইন থানার পুলিশ।
দিল্লি পুলিশের ডেপুটি কমিশনার (নর্থ) সাগর সিংহ কলসি সংবাদ সংস্থা পিটিআইকে বলেন, ‘‘শনিবার সকাল ৬টা ২৫ মিনিট নাগাদ আমরা ফোনে খবর পাই, টহলদারি ভ্যানের ভিতর গুলি চালিয়ে নিজেকে শেষ করেছেন হেড কনস্টেবল ইমরান মহম্মদ। ওই ভ্যানের দায়িত্বে ছিলেন তিনি। সঙ্গে সঙ্গে বরা হিন্দু রাও হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।’’
সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, কী কারণে ইমরান ‘আত্মঘাতী’ হলেন, তা খতিয়ে দেখতে তদন্তে নেমেছে দিল্লি পুলিশ।