প্রতীকী ছবি।
করোনা রোগীদের জন্য বরাদ্দ শয্যার ৫০% দিল্লিতে এখনও ফাঁকা রয়েছে বলে আজ আশ্বাস দিলেন স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন। তিনি বলেছেন, ‘‘রাজধানীতে ১২০০-র বেশি আইসিইউ শয্যা ও সাড়ে ন’হাজারের কাছাকাছি সাধারণ শয্যা কোভিড রোগীদের দখলে থাকার পরেও বহু শয্যা এখনও ফাঁকা। অতএব আমরা এখন একটু ভাল পরিস্থিতিতে রয়েছি।’’
গত কাল জৈন জানান, অক্সিজেন সরবরাহ নিয়ে প্রথমে কিছু সমস্যা থাকলেও বর্তমানে তা মিটে গিয়েছে। তিনি আরও জানান, প্রতিষেধক বাজারে আসার এক সপ্তাহের মাথায় সমগ্র দিল্লির মানুষকে তা দেওয়ার মতো পরিকাঠামো এবং ব্যবস্থা রয়েছে তাঁদের। তিনি বলেছেন, ‘‘টিকার ঘাটতি নিয়ে দুশ্চিন্তার কোনও কারণ নেই। তা ছাড়া আমাদের প্রচুর স্বাস্থ্য কেন্দ্র রয়েছে। যেমন, মহল্লা ক্লিনিক, পলি ক্লিনিক, হাসপাতাল। যেখানে প্রত্যেককে প্রতিষেধক দেওয়া যাবে।’’ তাঁর বক্তব্য, প্রতিষেধক সরবরাহের সময়ে দিল্লিকে গুরুত্ব দেওয়া প্রয়োজন যেহেতু সেটি রাজধানী।
এ দিকে, সংক্রমণের ঝড় নিয়ন্ত্রণে আনতে দিন কয়েক আগেই অরবিন্দ কেজরীবাল সরকারকে রাতে কার্ফু জারি করার সিদ্ধান্ত নেওয়ার কথা বলে দিল্লি হাইকোর্ট।