MCD

ভন্ডুল হয়েছিল প্রথম বার, আবারও হাঙ্গামার মধ্যেই দিল্লিতে মেয়র নির্বাচন কিছু ক্ষণের মধ্যে

দিল্লি নগরনিগমে আপ ২৫০টি আসনের মধ্যে ১৩৪টি জিতে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। বিজেপি পায় ১০৪টি আসন। এর আগে ৬ জানুয়ারি মেয়র বাছাইয়ের কথা ছিল। কিন্তু আপ-বিজেপির গোলমালে তা বন্ধ হয়ে যায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ জানুয়ারি ২০২৩ ১২:৩১
Share:

দিল্লি পুরনিগম পেতে চলেছে নতুন মেয়র। কে তিনি? — ফাইল ছবি।

হইহট্টগোলের মধ্যেই শুরু হয়ে গেল দিল্লির মেয়র নির্বাচনের অধিবেশন। মঙ্গলবার অধিবেশন শুরু হতেই পরস্পরের বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করেন আপ এবং বিজেপি প্রতিনিধিরা। সোমবার প্রথমে মনোনীত পার্ষদদের শপথ গ্রহণ করানো হয়। তার পরে হওয়ার কথা মেয়র নির্বাচন।

Advertisement

গত ৬ জানুয়ারি দিল্লির মেয়র নির্বাচনের কথা ছিল। কিন্তু সে দিন অধিবেশনের শুরুতেই হাঙ্গামা শুরু হয়ে যায় আপ এবং বিজেপির প্রতিনিধিদের মধ্যে। বচসা গড়ায় হাতাহাতিতে। অধিবেশন কক্ষের মধ্যেই একে অপরকে লক্ষ্য করে চেয়ার ছুড়তে থাকেন। এই পরিস্থিতিতে দিল্লির উপরাজ্যপাল বিনয় সাক্সেনা মেয়র নির্বাচন ২৪ জানুয়ারি পর্যন্ত পিছিয়ে দেন। সেই মতো মঙ্গলবার দিল্লি নগরনিগমের নতুন মেয়র পাওয়ার কথা। সেই লক্ষ্যে শুরু হয়েছে অধিবেশনও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement