Delhi Road Cave

দিল্লির জনকপুরীতে হঠাৎই রাস্তায় গভীর গর্ত, যানজট সামলাতে নাজেহাল অবস্থা পুলিশের

গত কয়েক দিন ধরেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে দিল্লিতে। বর্ষণে আলগা মাটি ধসে যাওয়ার কারণেই এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৫ জুলাই ২০২৩ ১৬:৫০
Share:

দিল্লির জনকপুরীর একটি রাস্তায় এমনই গর্ত তৈরি হয়েছে। —টুইটার।

দিল্লির জনকপুরীতে রাস্তার উপরে হঠাৎই গভীর গর্ত দেখা দিল। আর এই ঘটনার জেরে যানজট তৈরি হয়েছে সংলগ্ন এলাকায়। আপাতত ব্যারিকেড দিয়ে এলাকাটি ঘিরে রেখেছে পুলিশ। পুলিশের শীর্ষ আধিকারিকেরা ঘটনাস্থল ঘুরে দেখেন।

Advertisement

এই ঘটনার জেরে পোসাঙ্গপুর পার্ক সংলগ্ন এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। যোগিন্দর সিংহ মার্গ এলাকার দিকে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। বিকল্প পথে গাড়ি চালকদের যাওয়ার পরামর্শ দিয়েছে পুলিশ। এই সংক্রান্ত একটি ভিডিয়োও ভাইরাল হয়েছে। যদিও আনন্দবাজার অনলাইন এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি।

তবে কী কারণে এই গর্ত তৈরি হয়েছে, নিশ্চিত ভাবে তা জানা যায়নি। গত কয়েক দিন ধরেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে দিল্লিতে। বর্ষণে আলগা মাটি ধসে যাওয়ার কারণেই এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement