coronavirus

Coronavirus in Delhi: রাজধানীতে মৃত্যু নেই, বিধিতে ছাড় মুম্বইয়ে

স্বাস্থ্য মন্ত্রকের হিসাব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৩২ হাজার ৯৩৭ জন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৭ অগস্ট ২০২১ ০৬:৪৯
Share:

—প্রতীকী চিত্র।

দেশের বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে কোভিড প্রতিষেধকের ৫৬.৮১ কোটি ডোজ় পাঠানো হয়েছে বলে আজ জানাল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। এর মধ্যে ব্যবহার করা হয়েছে ও বিভিন্ন কারণে নষ্ট হয়েছে মোট ৫৪ কোটি ২৩ হাজার ডোজ়। ফলে প্রতিষেধকের ২ কোটি ৮৯ হাজার ডোজ় এখনও রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির হাতে রয়েছে বলে জানিয়েছে কেন্দ্র।

Advertisement

স্বাস্থ্য মন্ত্রকের হিসাব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৩২ হাজার ৯৩৭ জন। মৃত্যু হয়েছে ৪১৭ জনের। সুস্থতার হার ৯৭ শতাংশের উপরে, গত ৬ মাসে যা সর্বোচ্চ। গত ২৪ ঘণ্টায় রাজস্থান, গুজরাত, মধ্যপ্রদেশ, বিহারের মতো চারটি বড় রাজ্যে কোভিডে নতুন করে কেউ মারা যাননি। রাজধানীতেও দৈনিক মৃত্যু শূন্য। ঝাড়খণ্ড ও উত্তরাখণ্ডও রয়েছে এই তালিকায়।

বৃহন্মুম্বই পুরসভা জানিয়েছে, ধারাভিতে আজ নতুন করে কোভিড আক্রান্ত হয়েছেন ২ জন। তবে মুম্বইয়ে জুড়ে সংক্রমণ কিছুটা কমায় সুরক্ষা-বিধি শিথিল করতে আজ নয়া নির্দেশিকা জারি করল পুরসভা। রাত ১০টা পর্যন্ত শহরের বিভিন্ন মাঠ, বাগান, সমুদ্রসৈকতে থাকার অনুমতি দেওয়া হয়েছে সাধারণ মানুষকে। সঙ্গে মাস্ক ব্যবহার এবং পারস্পরিক দূরত্ববিধি মানার মতো বিষয়েও সাবধান করা হয়েছে মানুষকে।

Advertisement

মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে ইতিমধ্যেই সতর্ক করেছেন, বিধি না মানার ফলে সংক্রমণ বাড়লে ফের লকডাউন চালু করা হবে মুম্বইয়ে। তিনি বলেছেন, ‘‘কোভিড সংক্রান্ত বহু বিধিই শিথিল করা হয়েছে। কিন্তু বিপদ কাটতে এখনও অনেক দেরি। দৈনিক সংক্রমণ ফের বাড়লে আবার লকডাউন জারি হবে রাজ্যে।’’ প্রতিষেধকের দু’টি ডোজ় দেওয়া থাকলে মুম্বইয়ে লোকাল ট্রেনে চড়ার ছাড়পত্র দেওয়া
হয়েছে সম্প্রতি।

এ দিকে, দৈনিক মৃত্যু শূন্য হলেও উত্তরাখণ্ডে আবার কার্ফুর মেয়াদ আরও ৭ দিন বাড়াল সরকার। কার্ফু চলাকালীনও জারি থাকবে টিকাকরণ কর্মসূচি। বলা হয়েছে, বিয়ে ও শ্রাদ্ধের মতো অনুষ্ঠানে আমন্ত্রিতের সংখ্যা ৫০ পেরোনো চলবে না। পরবর্তী নির্দেশের আগে বাতিল করা হয়েছে যাবতীয় জনসমাগম।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement