অরবিন্দ কেজরীওয়াল ফাইল চিত্র।
সেনায় ভর্তি হওয়ার জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ দিতে দিল্লিতে প্রস্তুতি স্কুল খোলার সিদ্ধান্ত নিল অরবিন্দ কেজরীওয়াল সরকার।
আজ কেজরীওয়াল সাংবাদিক বৈঠক করে জানান, দিল্লির ঝারোদা কালানে শহীদ ভগৎ সিংহের নামে ওই স্কুলটির নাম রাখা যাবে। ওই স্কুলে নবম ও একাদশ শ্রেণিতে ভর্তি হতে পারবে পড়ুয়ারা। তাদের পাঠ্যক্রমের সঙ্গেই সামরিক প্রশিক্ষণ দেওয়া হবে। এতে ওই পড়ুয়ারা সেনায় ভর্তি হওয়ার সময়ে বাড়তি সুবিধে পাবেন। এর জন্য পড়ুয়াদের কোনও অর্থ দিতে হবে না। সামরিক বিষয় পড়ানোর জন্য সেনার তিন বাহিনী থেকে প্রাক্তন অফিসার বেছে নেওয়া হবে। নবম ও একাদশ দুটি শ্রেণিতেই একশো করে মোট দু’শো আসন থাকবে। দিল্লি সরকার জানিয়েছে, যারা দশম ও দ্বাদশ শ্রেণির পরে সেনায় যোগ দিতে চায় তাদের কথা ভেবেই ওই পাঠ্যক্রম চালু করা হয়েছে। এ দিকে দিল্লি সরকারের ওই সিদ্ধান্তকে আক্রমণ শানিয়ে কংগ্রেস নেতারা বলছেন, ‘‘সঙ্ঘ পরিবারের একাংশ ইজ়রায়েলের মতো এ দেশে পড়ুয়াদের সামরিক প্রশিক্ষণ দেওয়ার পক্ষপাতী। মূলত তাদের খুশি করতেই ওই স্কুল খোলা হচ্ছে।’’ যদিও দিল্লি সরকারের পাল্টা যুক্তি, পড়ুয়াদের সেনায় চাকরি করে দেওয়ার সুযোগ করে দিতেই ওই স্কুল খোলা হচ্ছে।