Delhi

বেতন দিতে অর্থ চায় দিল্লি

বিরোধী বিজেপি নেতৃত্বের দাবি, সংবাদমাধ্যমে বিজ্ঞাপন দিয়ে সরকারের প্রচারের জন্য হাত পাতছে অরবিন্দ কেজরীবাল সরকার।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ০১ জুন ২০২০ ০২:১০
Share:

লকডাউনের ফলে কোষাগার খালি হয়ে যাওয়ায় সরকারি কর্মচারিদের বেতন দেওয়া ও দফতর চালানো অসম্ভব হয়ে পড়েছে বলে দাবি দিল্লি সরকারের। প্রতীকী ছবি।

দিল্লি সরকারের কোষাগারে বেতন দেওয়ার অর্থের অভাব। তাই আগামী দু’মাসের বেতন ও সরকারি দফতর চালানোর খরচ হিসেবে কেন্দ্রের কাছে পাঁচ হাজার কোটি টাকা বিপর্যয় মোকাবিলা খাতে দাবি করল দিল্লির আম আদমি পার্টি সরকার।

Advertisement

বিরোধী বিজেপি নেতৃত্বের দাবি, সংবাদমাধ্যমে বিজ্ঞাপন দিয়ে সরকারের প্রচারের জন্য হাত পাতছে অরবিন্দ কেজরীবাল সরকার। লকডাউনের ফলে কোষাগার খালি হয়ে যাওয়ায় সরকারি কর্মচারিদের বেতন দেওয়া ও দফতর চালানো অসম্ভব হয়ে পড়েছে বলে আজ দাবি করেন দিল্লির উপমুখ্যমন্ত্রী তথা অর্থমন্ত্রী মণীশ সিসৌদিয়া। তাঁর দাবি, প্রতি মাসে বেতন ও দফতর চালাতে ৩৫০০ কোটি টাকার প্রয়োজন। গত দু’মাসে সরকারের রাজস্ব আদায় হয়েছে হাজার কোটি টাকা। সব মিলিয়ে সরকারের ঘরে রয়েছে ১৭৩৫ কোটি টাকা।

আরও পড়ুন: ঝড়ের তাণ্ডব আগরায়, ভাঙল তাজমহলের গেট

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement