জোড়-বিজোড় পদ্ধতি স্থগিত করল দিল্লি সরকার। ছবি: সংগৃহীত।
আদালতের শর্তে আপত্তি জানিয়ে জোড়-বিজোড় ব্যবস্থা আপাতত স্থগিত রাখল দিল্লি সরকার। জাতীয় পরিবেশ আদালতের ছাড়পত্র পাওয়ার পর সোমবার থেকে এই পদ্ধতি চালু হওয়ার কথা ছিল।
আরও পড়ুন: বায়ু দূষণ ক্ষতিকর, কিন্তু মারণ নয়, দাবি কেন্দ্রীয় পরিবেশমন্ত্রীর
‘স্বচ্ছ ভারত’ নিয়ে বিরূপ রিপোর্ট রাষ্ট্রপুঞ্জের পর্যবেক্ষকের, ক্ষুব্ধ কেন্দ্র
দিল্লির পরিবহণ মন্ত্রী কৈলাশ গহলৌত শনিবার ঘোষণা করেন, জাতীয় পরিবেশ আদালতের বেশ কিছু সিদ্ধান্তে অখুশি হয়েই তাঁরা জোড়-বিজোড় পদ্ধতিতে রাস্তায় গাড়ি চালানোর সিদ্ধান্ত স্থগিত করছেন। কেন এই সিদ্ধান্ত প্রত্যাহার করছে তাদের সরকার সে প্রসঙ্গে মন্ত্রী বলেন, “বাইক চালানো এবং মহিলা চালকদের জাতীয় পরিবেশ আদালত ছাড় না দেওয়ার কারণেই এই সিদ্ধান্ত নিয়েছি আমরা।” পাশাপাশি তিনি আরও জানান, মহিলাদের নিরাপত্তার সঙ্গে সরকার কথনওই আপোস করবে না। তা ছাড়া, রাজ্যে ৬০ লক্ষ বাইকচালক আছেন। তাঁদের জন্য বিকল্প পরিবহণ ব্যবস্থা করার মতো পরিস্থিতিও নেই।
গহলৌত জানান, তাঁরা ফের জাতীয় আদালতের কাছে মহিলা ও বাইক চালকদের বিষয়টি পুনর্বিবেচনার জন্য আবেদন করবেন। তত দিন পর্যন্ত জোড়-বিজোড় ব্যবস্থা স্থগিত রাখা হবে।
গত বছর প্রথম বার জোড় বিজোড় পদ্ধতিতে গাড়ি চলেছিল দিল্লিতে। পরিবেশ আদালতের বক্তব্য, কেন্দ্রীয় ও রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের দেওয়া তথ্য অনুযায়ী- ওই সময়ে ওই নীতির ফলে দিল্লির বায়ু দূষণ চিত্রের বিশেষ হেরফের হয়নি। ফলে আগামী সপ্তাহে দিল্লিতে ওই নীতি চালু হলে কোনও লাভ হবে কি না, সে বিষয়ে নিশ্চিত না-হওয়া পর্যন্ত জোড়-বিজোড় চালু করা যাবে না বলে আগে জানিয়েছিল আদালত। কিন্তু শনিবার জোড়-বিজোড় পদ্ধতিতে কয়েকটি শর্তসাপেক্ষে ছাড় দেয় তারা। কিন্তু আদালতের সেই শর্তে বেঁকে বসে কেজরীবাল সরকার।