বিনয়কুমার সাক্সেনা ছবি সংগৃহীত।
বিনয়কুমার সাক্সেনা দিল্লির নতুন লেফ্টেন্যান্ট গভর্নর নিযুক্ত হলেন। এর আগে তিনি খাদি ও গ্রামোদ্যোগ কমিশনের চেয়ারম্যান ছিলেন। অনিল বৈজল ‘ব্যক্তিগত’ কারণে পদত্যাগ করায় ওই পদটি খালি হয়েছিল। সোমবার রাষ্ট্রপতি ভবনের এক বিজ্ঞপ্তিতে বিনয় কুমারের নিয়োগের খবর জানানো হয়।
দিল্লির ক্ষমতাসীন আম আদমি পার্টির সঙ্গে পূর্বতন লেফ্টেন্যান্ট গভর্নর অনিল বৈজলের সঙ্গে ক্ষমতার লড়াই দীর্ঘদিন ধরে রাজধানীর রাজনীতি সরগরম করে রেখেছিল। লেফ্টেন্যান্ট গভর্নরের এক্তিয়ার নিয়ে বিতর্কে জড়িয়ে পড়ে কেন্দ্রও। ২০১৮ সালে সুপ্রিম কোর্টের রায়ে সেই বিতর্কের মীমাংসা হয়।
অনিল বৈজল ২০১৬ সালে দিল্লির লেফ্টেন্যান্ট গভর্নর হওয়ার আগে ছিলেন আমলা। তিনিও ওই পদে আসেন তাঁর পূর্বসূরি নাজিব জঙ হঠাৎ পদত্যাগ করায়।