Delhi Assembly Election 2020

গণনা শুরুর সময়েও ৫৫-র আশায় ছিল বিজেপি

এ দিন মনোজ তিওয়ারি বলেন, “আমরা ৪৮-এর বেশই আসন পাব। আশ্চর্য হব না যদি ৫৫টা আসনও পাই।”

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২০ ০৯:৪২
Share:

মনোজ তিওয়ারি। বিজেপি নেতা।

৫৫টা আসন পেয়ে ক্ষমতায় আসছে বিজেপি। মঙ্গলবার দিল্লির বিধানসভা নির্বাচনের গণনা শুরু হওয়ার পরে এমনটাই দাবি করলেন বিজেপি নেতা মনোজ তিওয়ারি। এ দিন তিনি বলেন, “আমরা ৪৮-এর বেশি আসন পাব। আশ্চর্য হব না যদি ৫৫টা আসনও পাই।”

Advertisement

বুথফেরত সমীক্ষার ফলকে নস্যাৎ করে দিয়ে মনোজ আরও বলেন, “আজ এগজ্যাক্ট ফল বেরোবে।” বুথফেরত সমীক্ষার আভাস অনুয়ায়ী গণনার শুরুর দিক থেকেই বিজেপির থেকে অনেকটা এগিয়ে আম আদমি পার্টি।

সমীক্ষায় বলা হয়েছিল ৫৩টি আসন নিয়ে তৃতীয় বারের জন্য ক্ষমতায় আসবেন অরবিন্দ কেজরীবাল। তবে বিজেপি কিন্তু এখনও আশা ছাড়েনি। আত্মবিশ্বাসের সঙ্গেই তারা দাবি করছে, আপ নয়, দিল্লির মসনদে বসছে বিজেপিই।

Advertisement

ভোট গণনার দিনই মনোজ টুইট করে বলেন, “বুথফেরত সমীক্ষা ব্যর্থ হবে। আমার এই টুইটটা সেভ করে রাখুন। ৪৮ আসন নিয়ে দিল্লিতে ক্ষমতায় আসছে বিজেপি। তখন ইভিএম-এর অজুহাত কিন্তু দেবেন না।”

আরও পড়ুন: লাইভ আপডেট: প্রবল উচ্ছ্বাসের মধ্যে আপ-দফতরে কেজরীবাল

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement