Arvind Kerjiwal

‘মাফলার ম্যান’ থেকে টানা তিন বার দিল্লির মুখ্যমন্ত্রী, কামাল করলেন কেজরীবাল

খড়্গপুর আইআইটি, টাটা স্টিলের লোভনীয় চাকরি ছেড়ে কী ভাবে সমালোচকদের বিদ্রুপের ‘মাফলার ম্যান’ হয়ে উঠলেন দিল্লির কনিষ্ঠতম মুখ্যমন্ত্রী।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

নয়াদিল্লি শেষ আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২০ ১৪:০০
Share:

অরবিন্দ কেজরীবাল

২০১২ সালের নভেম্বরে যখন জনসমক্ষে এল আম আদমি পার্টি, তখনও কি কেউ ভেবেছিল নতুন এই দলটা আগামী আট বছরে ইতিহাস গড়বে? শুধু কি ইতিহাস গড়া, উল্টে দেবে সব হিসেব নিকেশ? কোনও রাজনৈতিক পরিচিতি ছাড়াই একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠা করাই শুধু নয় কংগ্রেস, বিজেপি-র মতো বর্ধিষ্ণু দলকে পিছনে ফেলে পর পর তিন বার আসবেন দিল্লির ক্ষমতায়।

Advertisement

অতি বড় আশাবাদীও বোধহয় ভাবেননি গলায় মাফলার, গায়ে সোয়েটার পরা ওই মানুষটা নাকানি চোবানি খাওয়াবেন রাজধানীর তাবড় পোড় খাওয়া রাজনীতিককে। খড়্গপুর আইআইটি, টাটা স্টিলের লোভনীয় চাকরি ছেড়ে কী ভাবে সমালোচকদের বিদ্রুপের ‘মাফলার ম্যান’ হয়ে উঠলেন দিল্লির কনিষ্ঠতম মুখ্যমন্ত্রী। অরবিন্দ কেজরীবালের রাজনৈতিক সফর, দেখে নিন এক ঝলকে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement