Covid Death

মিলছে লকডাউনের সুফল, দিল্লিতে কোভিড সংক্রমণের হার কমে ২.৫ শতাংশ

রবিবার দিল্লিতে নতুন করে ১ হাজার ৬৪৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ১৮৯ জনের। যা ৩০ মার্চের পর থেকে সর্বনিম্ন।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ২৩ মে ২০২১ ১৬:০৪
Share:

ফাইল চিত্র

লকডাউনের সুফল পাচ্ছে দিল্লি। রাজধানীতে ক্রমেই কমছে কোভিড সংক্রমণের হার। পরিসংখ্যান বলছে, রাজধানীতে কোভিড পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে। গত এক মাসেই দিল্লিতে করোনা সংক্রমণের হার যেখানে ২৫ শতাংশ ছিল, সেখানে রবিবার তা ২.৫ শতাংশে এসে ঠেকেছে।

Advertisement

রাজ্যের স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, রবিবার দিল্লিতে নতুন করে ১ হাজার ৬৪৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ১৮৯ জনের। যা ৩০ মার্চের পর থেকে সর্বনিম্ন। এপ্রিল মাসের ১ তারিখের পর এই প্রথমবার দৈনিক সংক্রমণ ৩ হাজারের নীচে নামল। রাজ্য সরকারের পরিসংখ্যান অনুযায়ী, দিল্লিতে কোভিডে আক্রান্ত হয়ে মোট ২৩ হাজার ২০২ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সংক্রমণের হার ছিল ৫.৫ শতাংশ, শুক্রবারে ছিল ৪.৭৬ শতাংশ।

দিল্লিতে ‌আরও এক সপ্তাহ লকডাউন বাড়ানো হয়েছে। রবিবারই এই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল। তিনি জানিয়েছেন, দিল্লিতে কোভিড লেখচিত্র নীচের দিকে। এই প্রবণতা যদি আগামী দিনেও বজায় থাকে, তবে সে ক্ষেত্রে দফায় দফায় ‘আনলক-পর্ব’ শুরু করার পথে হাঁটবে সরকার। এবং তা শুরু হবে আগামী ৩১ মে থেকে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement