আসামী ব্রজেশ ঠাকুর। -পিটিআইয়ের ফাইল ছবি।
বিহারের মুজফ্ফরপুরের একটি হোমে কিশোরীদের শারীরিক নিগ্রহ ও ধর্ষণের দায়ে যাবজ্জীবন কারাদণ্ড হল মূল অভিযুক্ত ব্রজেশ ঠাকুরের। দিল্লির একটি দায়রা আদালত মঙ্গলবার এই শাস্তি ঘোষণা করেছে। গত ২০ জানুয়ারির রায়ে ব্রজেশকে দোষী সাব্যস্ত করে আদালত।
অতিরিক্ত সেসন জজ সৌরভ কুলশ্রেষ্ঠা ব্রজেশকে যাবজ্জীবন কারাদণ্ড দিলেও পর্যাপ্ত প্রমাণের অভাবে আর এক অভিযুক্ত ভিক্কিকে বেকসুর খালাস ঘোষণা করেছেন।
তবে এই মামলায় দোষী সাব্যস্ত মুজফ্ফপুরের সরকারি শিশু রক্ষা সেলের প্রাক্তন সহকারী অধিকর্তা রোজি রানির জেল হয়েছে। কর্তব্যে গাফিলতির দায়ে। একই সঙ্গে কারাদণ্ড দেওয়া হয়েছে আরও আট জন মহিলাকে। অপরাধমূলক ষড়যন্ত্র ও ধর্ষণে সহযোগিতা করার দায়ে।
আরও পড়ুন- মুজফ্ফরপুর হোমের ৩৫ নাবালিকাই জীবিত, শীর্ষ আদালতে দাবি সিবিআইয়ের
আরও পড়ুন- তেলঙ্গানা-উন্নাওয়ের পর মুজফফরপুর, ১০ দিন লড়াই শেষে মৃত্যু হল অগ্নিদগ্ধ সেই নির্যাতিতার