(বাঁ দিক থেকে) আকাশ দীপ, বিরাট কোহলি ও রবিচন্দ্রন অশ্বিন। —ফাইল চিত্র।
অস্ট্রেলিয়া সফরে ব্রিসবেনে ভারতের প্রথম একাদশে সুযোগ পেয়েছিলেন আকাশ দীপ। ভাল বল করলেও প্রথম স্পেলে উইকেট পাননি তিনি। বিরাট কোহলির পরামর্শ মানতে গিয়েই আকাশ ছন্দ হারিয়েছিলেন বলে মত রবিচন্দ্রন অশ্বিনের। কোহলির পরামর্শ হিতে বিপরীত হয়েছিল বাংলার পেসারের।
ব্রিসবেনে প্রথম একাদশের বাইরে ছিলেন অশ্বিন। সেই টেস্ট শেষেই তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করেছিলেন। অশ্বিন জানিয়েছেন, সাজঘরে বসেই পুরো বিষয়টি দেখেছিলেন তিনি। অশ্বিন বলেন, “আকাশ নতুন বলে খুব ভাল বল করছিল। স্টিভ স্মিথ ও মার্নাশ লাবুশেনকে সমস্যায় ফেলছিল। কিন্তু ওর স্পেলের মাঝে হঠাৎ কোহলি ওকে গিয়ে বলল, সোজা ব্যাটারের গায়ে বল করতে। আমরা সাজঘরে বসেই সেটা শুনতে পেয়েছিলাম। তার পরেই ওর ছন্দ খারাপ হয়ে গেল।”
কোহলির পরামর্শ শুনতে গিয়ে আকাশের কী সমস্যা হয়েছিল, তার ব্যাখ্যা দিয়েছেন অশ্বিন। তিনি বলেন, “তার আগে আকাশ অফস্টাম্পের বাইরে বল করছিল। কিন্তু হঠাৎ দেখলাম, লেগ স্লিুপে ফিল্ডার রেখে ক্রমাগত ব্যাটারদের গায়ে বল করতে শুরু করল আকাশ। কোহলির হয়তো মনে হয়েছিল, ওর সমস্যা হয় বলে বাকিদেরও ওই বলে সমস্যা হবে। কিন্তু সকলের খেলার ধরন তো এক নয়। স্মিথ ও লাবুশেন ক্রমাগত ওর বল লেগ সাইডে খেলতে শুরু করল। ফলে রান হল। তাতে ওর ছন্দ নষ্ট হয়ে গেল।”
বোলারদের কখনও এই ধরনের পরামর্শ দেওয়া উচিত নয় বলেই মনে করেন অশ্বিন। তাতে আখেরে কোনও লাভ হয় না। অশ্বিন বলেন, “এক জন বোলার শুরু থেকে একটা লেংথ ধরে বল করে। তার নির্দিষ্ট পরিকল্পনা থাকে। তাই হঠাৎ করে তার লেংথ বা লাইন বদল করার প্রয়োজন নেই। অনেক অধিনায়ক সেটা করার চেষ্টা করে। তাতে কোনও লাভ হয় না।”
ব্রিসবেনে প্রথম ইনিংসে ২৯.৫ ওভার বল করে ৯৫ রান দিয়ে ১ উইকেট নিয়েছিলেন আকাশ। দ্বিতীয় ইনিংসে পাঁচ ওভারে ২৮ রান দিয়ে নিয়েছিলেন ২ উইকেট। তিনি যে ভাবে বল করেছেন তাতে তাঁর আরও বেশি উইকেট পাওয়া উচিত ছিল বলে জানিয়েছিলেন সুনীল গাওস্কর, ইরফান পাঠানেরা। সেটা কেন হয়নি? তার ব্যাখ্যা দিলেন অশ্বিন।