Delhi Assembly Election 2020

কংগ্রেসের ঘাড়েই দিল্লি নির্বাচনের পরাজয়ের দায় চাপালেন জাভড়েকর

দিল্লি বিধানসভা নির্বাচনে বিজেপি পেয়েছে ৮টি আসন।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২০ ২১:৩৫
Share:

হারের জন্য কংগ্রেসকে দুষলেন জাভড়েকর। —ফাইল চিত্র।

নির্বাচনী প্রচারে বেরিয়ে একের পর এক বিতর্কিত মন্তব্য করে গিয়েছেন দলের নেতারা। তিনি নিজেও তাতে শামিল হয়েছিলেন। কিন্তু দিল্লি বিধানসভা নির্বাচনে পরাজয়ের জন্য আত্মবিশ্লেষণে গেলেন না কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর। বরং কংগ্রেসের ঘাড়েই পরাজয়ের দায় চাপিয়ে দিলেন তিনি। তাঁর অভিযোগ, কংগ্রেস নির্বাচনী প্রচার থেকে সরে যাওয়াতেই বিজেপি হেরেছে।

Advertisement

দিল্লি বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছে অরবিন্দ কেজরীবালের আম আদমি পার্টি (আপ)। ৭০টির মধ্যে ৬২টি আসনে জয়ী হয়েছে তারা। বিজেপি পেয়েছে ৮টি আসন। তাতে রণকৌশল নিয়ে প্রশ্নের মুখে পড়তে হচ্ছে খোদ অমিত শাহকেই।

এমন পরিস্থিতিতেই শুক্রবার পুণে-তে সংবাদমাধ্যমের মুখোমুখি হন প্রকাশ জাভড়েকর। তিনি বলেন, ‘‘কংগ্রেস আচমকা গায়েব হয়ে যাওয়াতেই বিজেপি হেরে গিয়েছে। এটা আলাদা বিষয় যে কংগ্রেস নিজে গায়েব হয়েছে, নাকি মানুষ ওদের গায়েব করে দিয়েছে, নাকি ওদের ভোট অন্যত্র গিয়েছে।’’

Advertisement

আরও পড়ুন: কাশ্মীর নিয়ে উদ্বেগে ইউরোপীয় ইউনিয়ন, নিষেধাজ্ঞা তুলে নিতে আর্জি মোদী সরকারকে​

আরও পড়ুন: নির্ভয়া শুনানি চলাকালীন সংজ্ঞা হারালেন বিচারপতি​

জাভড়েকরের দাবি, ‘‘কংগ্রেস গায়েব হয়ে যাওয়াতেই লড়াইটা বিজেপি বনাম আপ হয়ে গিয়েছিল। অনুমান ছিল, বিজেপি ৪২ শতাংশ ভোট পাবে, আপ পাবে ৪৮ শতাংশ। কিন্তু দু’পক্ষেরই ৩ শতাংশ করে ভোট কমেছে। কিন্তু তা হয়নি। আমরা ৩৯ শতাংশ ভোট পেয়েছি, ওরা পেয়েছে ৫১ শতাংশ ভোট।’’ হারের কারণ পর্যালোচনা করে দেখা হচ্ছে বলেও জানান জাভড়েকর। কিন্তু নির্বাচনী প্রচারে কেজরীবালকে ‘সন্ত্রাসবাদী’ উল্লেখ করার কথা অস্বীকার করেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement