অরবিন্দ কেজরীবাল। —ফাইল চিত্র।
বুথ ফেরত সমীক্ষায় ফের কেজরীবালেরই জয়জয়কার। দিল্লির ভোটগ্রহণ পর্ব শেষ হতে বিভিন্ন টিভি চ্যানেলে যে বুথ-ফেরত সমীক্ষা দেখানো হচ্ছে, তার সবক’টাতেই বিজেপির চেয়ে বেশ খানিকটা এগিয়ে রয়েছে অরবিন্দ কেজরীবালের আম আদমি পার্টি (আপ)। গত বারের মতো এবারেও প্রায় নিশ্চিহ্ন হওয়ার পথে কংগ্রেস।
তবে এই ধরনের সমীক্ষা কখনওই শেষ কথা বলে না। বহু সময়ে বাস্তব ফল যে সমীক্ষার সঙ্গে মেলে না, তা-ও প্রমাণিত। তবু, সাধারণ প্রবণতা হিসেবে এই ধরনের সমীক্ষা স্বীকৃত। তারই ভিত্তিতে এ বারের ফলাফলের আগাম আভাস।
এ দিন টাইমস নাও-এর তরফে যে সমীক্ষা প্রকাশ করা হয়েছে, তাতে দেখা গিয়েছে, ৭০টি আসনের মধ্যে এ বারে ৪৪টিতে জয়ী হতে পারে আপ। বিজেপি পেতে পারে ২৬টি আসন। নিউজ এক্স পোলস্ট্র্যাটের দাবি, ৫০-৫৬টি আসনে জয়ী হতে পারে আপ। বিজেপি পেতে পারে ১০-১৪টি আসন।
সুদর্শন নিউজের সমীক্ষায় দেখা গিয়েছে, ৪০-৪৫টি আসনে জয়ী হতে পারে অরবিন্দ কেজরীবালের দল। ২৪-২৮টি আসন যেতে পারে বিজেপির দখলে। কংগ্রেস পেতে পারে ২-৩টি আসন।
রিপাবলিক-জন বাতের সমীক্ষাতেও এগিয়ে রয়েছে আপ। তাদের দাবি, এ বারে ৪৮-৬১টি আসন পেতে পারে তারা। ৯-২১টি আসন যেতে পারে বিজেপির ঝুলিতে। কংগ্রেস পেতে পারে ১টি আসন।
ইন্ডিয়া নিউজ-নেতার দাবি, ৫৩-৫৭টি আসন পেতে পারে অরবিন্দ কেজরীবালের দল। ১১-১৭টি আসন পেতে পারে বিজেপি। কংগ্রেস পেতে পারে ০-২টি আসন। টিভি নাইন ভারতবর্ষ সিসেরোর সমীক্ষাতেও এগিয়ে আপ। তাদের দাবি, ৫৪টি আসন পেতে পারে আপ। বিজেপি পেতে পারে ১৫টি আসন। ১টি আসন পেতে পারে কংগ্রেস।
ইন্ডিয়া টিভি-র সমীক্ষায় ৪৪টি আসন পেয়ে বিজেপির থেকে এগিয়ে রয়েছে আপ। বিজেপি ২৬টি আসন পেতে পারে বলে দাবি তাদের। কংগ্রেস পেতে পারে ২-৩টি আসন। এবিপি নিউজ সি ভোটারের সমীক্ষায় ৪৪-৬৩টি আসন পেয়ে এগিয়ে আপ। বিজেপি পেতে পারে ৫-১৯টি আসন। কংগ্রেসের ঝুলিতে ০-৪টি আসন যেতে পারে।ইন্ডিয়া টুডে অ্যাক্সিস পোলের দাবি, এ বারে কেজরীবালের দল ৫৯-৬৮ টি আসন পেতে পারে। বিজেপি পেতে পারে ২-১১ টি আসন। কংগ্রেসের ঝুলিতে একটিও আসন ঢুকবে না বলে দাবি তাদের।
মনোজ তিওয়ারির টুইট।
যদিও বুথ-ফেরত সমীক্ষার ফলাফলকে গুরুত্ব দিতে নারাজ বিজেপির মনোজ তিওয়ারি। টুইটারে তিনি লেখেন, ‘‘কিছু বুথ-ফেরত সমীক্ষায় বলা হচ্ছে বিজেপি নাকি ২৬টি আসন পাবে। ১১ ফেব্রুয়ারি এ সব মিথ্যা প্রমাণিত হবে। ৪৮টির বেশি আসনে জিতে দিল্লিতে বিজেপিই সরকার গড়বে।’’