(বাঁ দিকে) হেমা মালিনী। আপ বিধায়ক নরেশ বালিয়ান (ডান দিকে)। ছবি: পিটিআই এবং সংগৃহীত।
মথুরার বিজেপি সাংসদ হেমা মালিনীর গালের সঙ্গে রাস্তার তুলনা টেনে বিতর্কে জড়ালেন দিল্লির আম আদমি পার্টির (আপ) বিধায়ক নরেশ বালিয়ান। দিল্লির উত্তম নগরের রাস্তাকে হেমার গালের মতো মসৃণ করে দেবেন বলে বিধায়কের বিরুদ্ধে আপত্তিজনক মন্তব্যের অভিযোগে রাজধানীর রাজনীতি সরগরম হয়ে উঠেছে।
দিল্লি বিজেপির মুখপাত্র প্রবীণশঙ্কর কপূর এই মন্তব্যের নিন্দা করে পাল্টা আক্রমণ শানিয়েছেন। তাঁর অভিযোগ, বিধায়ক এই ধরনের মন্তব্য করে নারীদের অসম্মান করেছেন। শুধু তা-ই নয়, বিধায়ক এমন মন্তব্য করে উত্তম নগরের বাসিন্দাদেরও অপমান করেছেন বলে দাবি বিজেপি মুখপাত্রের। বিধায়ক নরেশের বিরুদ্ধে আপ প্রধান অরবিন্দ কেজরীওয়াল পদক্ষেপ করুন, এমন দাবিও জানানো হয়েছে বিজেপির তরফে। বিজেপি মুখপাত্র প্রবীণ বলেন, ‘‘আপ বিধায়ককে দল থেকে বহিষ্কার করা উচিত।’’
উত্তম নগরের রাস্তা নিয়ে দীর্ঘ দিন ধরে অভিযোগ তুলছেন স্থানীয়েরা। রাস্তার হাল ফেরানোর জন্য বার বার প্রশাসনের দ্বারস্থ হন তাঁরা। কিন্তু অভিযোগ, কোনও লাভ হয়নি। বিধায়ক নরেশের বিধানসভা এলাকার মধ্যে পড়ে উত্তম নগর। রাস্তার বেহাল অবস্থা প্রসঙ্গে অভিযোগ উঠতেই সমাজমাধ্যমে লাইভে আসেন বিধায়ক। সেখানেই তিনি রাস্তা কেমন তৈরি করা হবে, সেই প্রসঙ্গে বলতে গিয়ে হেমা মালিনীর গালের সঙ্গে তুলনা টানেন। (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।) ভিডিয়োটি ছড়িয়ে পড়তেই বিধায়কের বিরুদ্ধে নিন্দার ঝড় বইছে। আপ সাংসদ স্বাতী মালিওয়াল এবং জাতীয় মানবাধিকার কমিশনের প্রাক্তন চেয়ারম্যান রেখা শর্মা এই মন্তব্যকে ‘নারীবিদ্বেষী’ বলে আখ্যা দিয়েছেন। পাশাপাশি, বিধায়কের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি তুলেছেন।
এই প্রথম নয়, রাস্তার সঙ্গে হেমার গালের তুলনা টেনে বিতর্কে জড়িয়েছিলেন শিবসেনা মন্ত্রী গুলাবরাও পাটিল এবং ছত্তীসগঢ়ের মন্ত্রী কাওয়াসি লাখমা। সেই সময়েও এই মন্তব্য ঘিরে রাজনীতি সরগরম হয়ে উঠেছিল। এ বার সেই তালিকার নতুন সংযোজন আপ বিধায়ক নরেশ। শুধু হেমা মালিনীই নন, খানাখন্দহীন, মসৃণ রাস্তার সঙ্গে তুলনা টানা হয়েছিল অভিনেত্রী কঙ্গনা রানাউতের গালেরও! ঝাড়খণ্ডের জামতাড়ার কংগ্রেস বিধায়ক ইরফান আনসারির ওই বিতর্কিত মন্তব্য নিয়েও বিতর্ক সৃষ্টি হয়।