Fire at Delhi AIIMS

দিল্লির এমসে আগুন, আধ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনল দমকল

অগ্নিকাণ্ড দিল্লির এমসে। সোমবার বেলার দিকে এমসের এন্ডোস্কোপি বিভাগে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজে লেগেছে দমকলের ছ’টি ইঞ্জিন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

নয়াদিল্লি শেষ আপডেট: ০৭ অগস্ট ২০২৩ ১২:২৭
Share:

দিল্লির এমসে আগুন। ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

অগ্নিকাণ্ড দিল্লির এমসে। সোমবার বেলার দিকে এমসের এন্ডোস্কোপি বিভাগে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজে নামে দমকলের আটটি ইঞ্জিন। দিল্লির দমকল সূত্রে খবর, কিছু ক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, হাসপাতালে ভর্তি থাকা রোগীদের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

Advertisement

দিল্লির এমসের এন্ডোস্কোপি বিভাগটি দোতলায়। এন্ডোস্কোপি বিভাগের ঠিক নীচেই হাসপাতালের জরুরি বিভাগ। হাসপাতাল সূত্রে খবর, বেলা ১২টা নাগাদ জরুরি বিভাগ থেকেই আগুন লাগার খবর দেওয়া হয় দমকলে। সেই সঙ্গে ভর্তি থাকা রোগীদেরও নিরাপদ জায়গায় সরানোর কাজ শুরু হয়। হাসপাতালে আগুন লাগার খবর পেয়ে দ্রুত দমকলের ছ’টি ইঞ্জিন আসে ঘটনাস্থলে। সূত্রের খবর, আরও দু’টি ইঞ্জিন এনে আগুন নিয়ন্ত্রণ করা হয়।

এমসের তরফেও জানানো হয়, আগুন নিয়ন্ত্রণে আনা গিয়েছে। হাসপাতালের ডিরেক্টরও ঘটনাস্থলে এসে পরিস্থিতি খতিয়ে দেখছেন।

Advertisement

(এই খবরটি সবেমাত্র দেওয়া হয়েছে। বিস্তারিত খবরটি কিছু ক্ষণের মধ্যেই আসছে। অপেক্ষা করুন।

পাতাটি কিছু ক্ষণ পর পর রিফ্রেশ করুন। আপডেটেড খবরটি আপনি দেখতে পাবেন।

অতি দ্রুততার সঙ্গে আপনার কাছে খবর পৌঁছে দেওয়ার সময়েও আমরা খবরের সত্যাসত্য সম্পর্কে সচেতন। সেই জন্যই যে কোনও ‘খবর’ পাওয়ার পর, তার সম্পর্কে নিশ্চিত হয়ে তবেই আমরা তা প্রকাশ করি। ফেক নিউজ বা ভুয়ো খবরের রমরমার সময়ে এটা আরও বেশি জরুরি হয়ে উঠেছে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement