রাজধানীতে অক্সিজেন সরবরাহের দায়িত্ব সামলাতে নামানো হতে পারে সেনাবাহিনী। দিল্লির হাসপাতালগুলিতে অক্সিজেন সরবরাহের প্রক্রিয়ায় সাযুজ্য আনতেই কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রক উদ্যোগী হতে পারে। বিষয়টি ভেবে দেখা হচ্ছে বলে দিল্লি হাইকোর্টকে জানিয়েছে কেন্দ্র। তারা বলেছে, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ এবং তিন বাহিনীর প্রধান বিপিন রাওয়াত বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখছেন।
এর আগে দিল্লি হাইকোর্টের তরফ এ বিষয়ে অনুরোধ করা হয়েছিল কেন্দ্রের কাছে। রাজধানীতে অক্সিজেন সরবরাহের ব্যবস্থাপনা সেনার হাতে তুলে দিতে অনুরোধ করে হাইকোর্ট। যাতে কোভিড হাসপাতালগুলির অক্সিজেন পেতে কোনও অসুবিধা না হয় সে জন্যই সেনাবাহিনীকে দায়িত্ব নিতে অনুরোধ করেছিল হাইকোর্ট। সোমবার কেন্দ্র জানাল, তারা দিল্লি হাইকোর্টের অনুরোধটি গুরুত্ব সহকারে খতিয়ে দেখছে।
দিল্লির হাসপাতালগুলিতে অক্সিজেন সরবরাহের বিষয়ে শুনানি চলছিল দিল্লি হাইকোর্টে। সেখানেই আইনজীবী রাহুল মেহরা হাইকোর্টকে বলেন, রাজধানীতে অক্সিজেন সরবরাহে যাতে কোনও সমস্যা না দেখা দেয়, তার জন্য এই দায়িত্ব সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হোক। এ ব্যাপারে উপ মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াও চিঠি দিয়েছিলেন প্রতিরক্ষামন্ত্রকের কাছে।