Woman Judge Threatened at Delhi

‘তুই কে রে? বাইরে আয়, দেখি কী ভাবে জ্যান্ত ঘরে ফিরিস’! এজলাসে মহিলা বিচারককে হুমকি আসামির

একটি মামলায় অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেন দিল্লির এক আদালতের মহিলা বিচারক। আদালত দোষী সাব্যস্ত করতেই মহিলা বিচারককে হেনস্থা করতে উদ্যত হন অভিযুক্ত।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ এপ্রিল ২০২৫ ১৫:৪৮
Share:
দিল্লির এক আদালতে মহিলা বিচারককে হুমকির অভিযোগ!

দিল্লির এক আদালতে মহিলা বিচারককে হুমকির অভিযোগ! — প্রতীকী চিত্র।

অভিযুক্তকে দোষী সাব্যস্ত করামাত্রই এজলাসে হুমকির মুখে পড়লেন এক মহিলা বিচারক। ঘটনাটি ঘটেছে দিল্লির এক আদালতে। আইনি খবর পরিবেশনকারী ওয়েবসাইট ‘বার অ্যান্ড বেঞ্চ’ অনুসারে, শুধু আসামিই নন, তাঁর আইনজীবীও একই সঙ্গে বিচারকের হুমকি দিয়েছেন বলে অভিযোগ। দোষী সাব্যস্ত হওয়ার পর ওই আসামির ভাষা ব্যবহার দেখে স্তম্ভিত হয়ে যায় আদালত। প্রতিবেদন অনুসারে, মহিলা বিচারকের উদ্দেশে তিনি বলেন, “তুই কে রে! বাইরে দেখা কর, দেখি কী ভাবে জ্যান্ত ঘরে ফিরিস।”

Advertisement

চেক বাউন্স সংক্রান্ত এক মামলায় সম্প্রতি অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে আদালত। এর পরেই আদালতের রায় যে কোনও উপায়ে নিজের পক্ষে আনার জন্য আইনজীবীর উপর চাপ দিতে থাকেন ওই আসামি। ওই সময়েই আদালতের মহিলা বিচারক শিবাঙ্গী মঙ্গলার উদ্দেশে ওই মন্তব্য করেন দোষী সাব্যস্ত হওয়া ব্যক্তি। গত ২ এপ্রিল ওই মামলার রায় দিয়েছে আদালত। আদালতের নির্দেশনামাতেও আসামির ওই মন্তব্যের উল্লেখ করা হয়েছে।

নির্দেশনামায় বলা হয়েছে, রায় নিজের পক্ষে না যাওয়ার পরেই বিচারকের উপর রাগ উগরে দেন অভিযুক্ত। তিনি বিচারককে হেনস্থা করতে শুরু করেন। বিচারকের মায়ের বিরুদ্ধেও হিন্দিতে কিছু মন্তব্য করতে থাকেন তিনি। সেই সময়ে অভিযুক্তের হাতে একটি বস্তু ছিল, সেটি তিনি বিচারকের দিকে ছুড়ে মারার চেষ্টা করেন। শেষে নিজের আইনজীবীর উদ্দেশে অভিযুক্ত বলেন, যে কোনও উপায়ে রায়কে নিজের পক্ষে আনার জন্য। এর পরে তাঁরা দু’জনেই বিচারককে হেনস্থা করতে শুরু করেন। নির্দেশনামায় বলা হয়েছে, অভিযুক্ত এবং তাঁর আইনজীবী বিচারককে মানসিক এবং শারীরিক ভাবে হেনস্থার চেষ্টা করেন। অভিযুক্তকে বেকসুর খালাস না-করা হলে বিচারককে জোর করে ইস্তফা দিতে বাধ্য করা হবে, এমনও দাবি করেন তাঁরা।

Advertisement

তবে এই পরিস্থিতিতেও নিজের অবস্থানে অনড় থাকেন বিচারক। এই বিষয়টি জাতীয় মহিলা কমিশনের নজরে আনার সিদ্ধান্ত নিয়েছেন বিচারক। এই আচরণের জন্য অভিযুক্তের আইনজীবী অতুল কুমারকে কারণ দর্শানোর নোটিস পাঠানোরও সিদ্ধান্ত নেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement