Uniform Controversy

খাকি প্যান্ট-শার্টে পদ্ম, উর্দি বিতর্ক সংসদে

আরএসএসের উর্দিতে এখন খাকি হাফপ্যান্টের বদলে খাকি ফুলপ্যান্ট যোগ হয়েছে। পদ্মফুল বিজেপির প্রতীক চিহ্ন। কংগ্রেস এর পিছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৩ ০৮:৩২
Share:

এই পোশাক নিয়েই বিতর্ক। ছবি: সমাজমাধ্যম।

আগামী সপ্তাহে সংসদের বিশেষ অধিবেশন বসছে। এই অধিবেশনেই নতুন সংসদে ভবনে কাজ শুরু হবে। তার আগে সংসদের কর্মীদের নতুন উর্দি নিয়ে বিতর্ক শুরু হয়ে গেল। সরকারি সূত্রের খবর, লোকসভা ও রাজ্যসভার সংসদীয় কাজের কর্মীদের জন্য ক্রিম রংয়ের শার্ট ও খাকি প্যান্টের নিয়ম হয়েছে। সেই শার্টে জাতীয় ফুল পদ্মের ছবি ছাপা থাকবে।

Advertisement

ঘটনাচক্রে আরএসএসের উর্দিতে এখন খাকি হাফপ্যান্টের বদলে খাকি ফুলপ্যান্ট যোগ হয়েছে। পদ্মফুল বিজেপির প্রতীক চিহ্ন। কংগ্রেস এর পিছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছে। কংগ্রেসের লোকসভার সচেতক মাণিকম টেগোরের প্রশ্ন, ‘‘শুধু পদ্মফুল কেন? ময়ূর নয় কেন? বাঘ নয় কেন? সেগুলো বিজেপির নির্বাচনী প্রতীক নয় বলে?” লোকসভা স্পিকার ওম বিড়লার উদ্দেশেও এ নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। তাঁর অভিযোগ, এর আগে জি২০ সম্মেলনের লোগো-তেও সুকৌশলে বিজেপির নির্বাচনী প্রতীক পদ্মফুলকে কাজে লাগানো হয়েছিল।

বিজেপি অবশ্য পাল্টা যুক্তিতে বলেছে, কংগ্রেস অকারণে এর মধ্যে রাজনীতি খুঁজছে। পদ্ম জাতীয় ফুল, দেশের সংস্কৃতির সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িত। কংগ্রেসের আসলে ভারতীয় সংস্কৃতি নিয়েই সমস্যা। শুধু পরিষদীয় কর্মী নয়। সংসদের নিরাপত্তা রক্ষীদেরও পোশাক বদলে যাচ্ছে। এত দিন তাঁরা নীল সাফারি স্যুট পরতেন। এখন থেকে সেনার জংলা ছাপের পোশাক পরতে হবে। ১৮ সেপ্টেম্বর থেকে সংসদের পাঁচদিনের বিশেষ অধিবেশন শুরু হবে। প্রথমদিন পুরনো সংসদ ভবনে অধিবেশন বসবে। পুরনো ও নতুন সংসদ ভবনের গুরুত্ব নিয়ে আলোচনা হবে। ১৯ সেপ্টেম্বর গণেশ চতুর্থীর দিন সেন্ট্রাল হলে যৌথ অধিবেশনের পরে নতুন সংসদ ভবনে অধিবেশন শুরু হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement