Mysterious Death in Jammu and Kashmir

ভাইরাস বা ব্যাকটেরিয়ার সংক্রমণ নয়, বিষক্রিয়ায় মৃত্যু জম্মু-কাশ্মীরের গ্রামে! দাবি কেন্দ্রীয় মন্ত্রীর

এমসের অধ্যাপক চিকিৎসক সুধীর গুপ্ত জানিয়েছেন, এই বিষ প্রাকৃতিক বা কৃত্রিম হতে পারে। তবে কী ধরনের বিষ তা আরও পুঙ্খানুপুঙ্খ ভাবে খতিয়ে দেখা প্রয়োজন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৪ জানুয়ারি ২০২৫ ১৬:৫২
Share:

রাজৌরিতে একের পর এক গ্রামবাসী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। ছবি: পিটিআই।

ভাইরাস বা ব্যাকটেরিয়ার সংক্রমণে মৃত্যু নয়, জম্মু-কাশ্মীরের রাজৌরির গ্রামে বিষক্রিয়ার কারণে একের পর এক মৃত্যু হচ্ছে। এমনই দাবি করলেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিংহ। রাজৌরির বড়ল গ্রামে গত ৭ ডিসেম্বর থেকে এখনও পর্যন্ত ১৭ জনের মৃত্যু হয়েছে।

Advertisement

কয়েক দিনের মধ্যে এত জনের মৃত্যু হওয়ায় আতঙ্ক ছড়ায় রাজৌরিতে। রহস্যময় মৃত্যু ঘিরে শোরগোল পড়ে যায়। প্রথমে জ্বর, তার পর বমি এবং গা-হাত-পা ব্যথা। তার পরই অচৈতন্য হয়ে মৃত্যু হচ্ছে গ্রামবাসীদের। কী কারণে এই মৃত্যু, তা খতিয়ে দেখার জন্য একটি বিশেষজ্ঞ দল গঠন করা হয়। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছিল কোনও ভাইরাস বা ব্যাকটেরিয়ার সংক্রমণের জেরে মৃত্যু হচ্ছে।

বৃহস্পতিবার কাঠুয়ায় একটি সেতুর উদ্বোধনে গিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী। তিনি দাবি করেন, প্রাথমিক ভাবে মনে হচ্ছিল কোনও ভাইরাস বা ব্যাকটেরিয়ার সংক্রমণের জেরেই মৃত্যু হচ্ছে। কিন্তু বিষয়টি তা নয়। এই মৃত্যুর নেপথ্যে রয়েছে বিষক্রিয়া। কিন্তু কী ধরনের বিষ তা এখনও চিহ্নিত করা যায়নি। মন্ত্রী বলেন, ‘‘কেউ যদি এই বিষক্রিয়ার নেপথ্যে থাকেন বা জেনেবুঝেই যদি কেউ এই ধরনের ঘটনা ঘটিয়ে থাকেন, তা হলে তাঁর বা তাঁদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হবে।’’

Advertisement

এমসের অধ্যাপক চিকিৎসক সুধীর গুপ্ত জানিয়েছেন, এই বিষ প্রাকৃতিক বা কৃত্রিম হতে পারে। তবে কী ধরনের বিষ তা আরও পুঙ্খানুপুঙ্খ ভাবে খতিয়ে দেখা প্রয়োজন। জানা গিয়েছে, স্নায়ুতন্ত্র বিকল হয়ে যাচ্ছে আক্রান্তদের। তার পর মৃত্যু হচ্ছে। হাসপাতালে গুরুতর অবস্থায় চিকিৎসাধীন দুই শিশু-সহ পাঁচ জন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement