দিল্লির মহিলা কমিশনের প্রধান হিসেবে স্বাতী মালিবালের মনোনয়নকে খারিজ করে দিলেন উপ-রাজ্যপাল নজীব জঙ্গ। বৃহস্পতিবার এই প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল বলেন, বিষয়টিকে ব্ল্যাকমেলের পর্যায়ে নিয়ে গিয়েছেন নজীব জঙ্গ। এমনকী জঙ্গকে ‘একনায়ক’ বলতেও ছাড়েননি তিনি। যার জেরে আরও এক ধাপ চড়ল কেজরী-জঙ্গ কাজিয়া।
জঙ্গকে লেখা একটি চিঠিতে এ দিন কেজরীবাল অভিযোগ করেন, ‘‘উপ-রাজ্যপাল আসলে দিল্লির সরকারকে দুর্বল করার লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হয়ে কাজ করছেন।’’ উপ-রাজ্যপালের উদ্দেশে লেখা ওই চিঠিতে তিনি তোপ দেগে বলেছেন, ‘‘উপ-রাজ্যপাল বলছেন তিনি নিজেই নাকি দিল্লির সরকার। কী ভাবে এক জন ব্যক্তি নিজেকে সরকার বলে দাবি করতে পারে? এমনটা হলে তো দিল্লিতে একনায়কতন্ত্রের প্রতিষ্ঠা হবে। দিল্লি সরকার বলতে নির্বাচিত সরকারকে বোঝায়, কোনও ব্যক্তিকে বোঝায় না।’’ ঠিক তার পরেই তিনি লিখেছেন, ‘‘আসলে উপ-রাজ্যপাল নিজে থেকে কিছুই করছেন না। প্রধানমন্ত্রীকে দেখেই তিনি অনুপ্রাণিত হচ্ছেন। প্রধানমন্ত্রীর দফতরের সামনে তো খোদ স্বরাষ্ট্র মন্ত্রকও দিনে দিনে নিষ্ক্রিয় হয়ে পড়ছে।’’
বৃহস্পতিবার স্বাতী মালিবাল অভিযোগ করেন, মহিলা কমিশনে নিজের অফিসে গিয়ে তিনি দেখেন তাতে তালা ঝুলছে। পরে সেটি খুলে দেওয়া হলেও খুলে নিয়ে যাওয়া হয় তাঁর নেমপ্লেটটি। এই প্রসঙ্গে স্বাতী বলেন, ‘‘আমি মহিলা কমিশনের ‘পোস্টার গার্ল’ নই যে উঁচু পদ না পেলে কাজ করব না। আমি যে ভাবে কাজ করছিলাম, সে ভাবেই করে যাব।’’
দিল্লি শহরে যে ভাবে মহিলাদের উপরে যৌন হেনস্থার ঘটনা বেড়ে চলেছে তাতে মহিলা কমিশনের সক্রিয়তা অত্যন্ত প্রয়োজন বলে বৃহস্পতিবার মন্তব্য করেন কেজরীবাল। তিনি আরও বলেন, ‘‘দিল্লি মহিলা কমিশনের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা আমাদের কাছে ইগোর লড়াই নয়। আমি হাতজোড় করে বলছি, আপনি দিল্লি মহিলা কমিশনের ফাইলটি সই করে পাঠান যাতে কমিশন কাজ চালিয়ে যেতে পারে।’’
বুধবার স্বাতী দাবি করেছিলেন, উপ-রাজ্যপাল খোদ তাঁকে ফোন করে পরের দিন মহিলা কমিশনের দফতরে যেতে নিষেধ করে দিয়েছেন। এমনকী সব ফাইলও ফেরত দিতে বলেছেন মহিলা কমিশনকে। জঙ্গের তরফে এই অভিযোগ অবশ্য অস্বীকার করা হয়েছে।