Assam

করোনা মুক্ত হওয়ার পর ফের অসুস্থ তরুণ গগৈ ভেন্টিলেশনে

গুয়াহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালের সুপার অভিজিৎ সরমা বলেন, ‘‘প্রাক্তন মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থা স্থিতিশীল। তিনি মানসিক ভাবে সচেতন রয়েছেন।’’

Advertisement

সংবাদ সংস্থা

গুয়াহাটি শেষ আপডেট: ০২ নভেম্বর ২০২০ ২০:০৩
Share:

তরুণ গগৈ— ফাইল চিত্র।

কোভিড-১৯ আক্রান্ত হওয়ার পর দু’মাস চিকিৎসাধীন ছিলেন তিনি। নমুনা পরীক্ষা রিপোর্ট ‘সংক্রমণমুক্ত’ আসার পরে ৯ দিন আগে হাসপাতাল থেকে বাড়িতে ফিরেছিলেন অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ। কিন্তু ফের সোমবার গুরুতর অসুস্থ হয়ে পড়ায় প্রবীণ কংগ্রেস নেতাকে গুয়াহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

Advertisement

এ দিন সন্ধ্যায় হাসপাতাল কর্তৃপক্ষ জানান, গগৈ ‘ইনটেনসিভ কেয়ার ইউনিট’ (আইসিইউ)-তে চিকিৎসাধীন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছে।

গুয়াহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালের সুপার অভিজিৎ সরমা বলেন, ‘‘আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে গঠিত দল প্রাক্তন মুখ্যমন্ত্রীকে পর্যবেক্ষণে রেখেছেন। ভেন্টিলেটরের সহায়তায় অক্সিজেন স্যাচুরেশন স্বাভাবিক রাখা হয়েছে। শারীরিক অবস্থা স্থিতিশীল। তিনি মানসিক ভাবে সচেতন রয়েছেন।’’

Advertisement

আরও পড়ুন: করোনা সংক্রমণে মৃত্যু হল তামিলনাড়ুর কৃষিমন্ত্রীর

অসমের তিনবারের মুখ্যমন্ত্রী তথা বর্তমান বিধায়ক গগৈ কোভিড-১৯ আক্রান্ত হওয়ার পরে প্রায় ৬০ দিন চিকিৎসাধীন ছিলেন। গত ২৫ অক্টোবর হাসপাতাল থেকে ছাড়া পান তিনি।

আরও পড়ুন: বিহারে দ্বিতীয় দফার ভোট মঙ্গলবার, ৯৪ আসনে লড়াই

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement