Death

উত্তরপ্রদেশে গুলিতে খুন দাউদ-আত্মীয়

পুলিশ জানিয়েছে, নিহাল জালালাবাদ পুরসভার চেয়ারম্যান শাকিল খানের আত্মীয়। ২০১৬ সালে তাঁর সঙ্গে পালিয়েছিলেন শাকিলের ভাইয়ের মেয়ে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৪ ০৭:০৮
Share:

ছবি: পিটিআই।

উত্তরপ্রদেশের শাহজাহানপুর জেলার জালালাবাদে গুলিতে নিহত হলেন দাউদ ইব্রাহিমের ভাই ইকবাল কাসকরের শ্যালক নিহাল খান।

Advertisement

পুলিশ জানিয়েছে, নিহাল জালালাবাদ পুরসভার চেয়ারম্যান শাকিল খানের আত্মীয়। ২০১৬ সালে তাঁর সঙ্গে পালিয়েছিলেন শাকিলের ভাইয়ের মেয়ে।

শাকিলের ছেলের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে ১৫ ফেব্রুয়ারি জালালাবাদে পৌঁছন নিহাল। শাকিলের কথায়, ‘‘আমার মনে হয় ২০১৬ সালের ঘটনায় রাগ পুষে রেখেছিল আমার ভাই কামিল। নিহাল বিয়েতে আসছে জেনে বন্দুক নিয়ে এসেছিল ও। অনুষ্ঠানের চতুর্থ দিনে নিহালকে খুন করেছে কামিল।’’

Advertisement

এক তদন্তকারী অফিসারের কথায়, ‘‘বুধবার রাতে নিহালের সঙ্গে কামিলের বচসা হয়। কামিলের রাইফেলের লাইসেন্স আছে। অতিথিদের সামনে সেই রাইফেল থেকেই নিহালকে গুলি করেন তিনি। তার পরে ঘটনাস্থল ছেড়ে পালান।’’

শাহজাহানপুরের এসএসপি অশোককুমার মীনা বলেন, ‘‘কামিলের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেছেন নিহালের স্ত্রী রুকসর। শীঘ্রই অভিযুক্তকে গ্রেফতার করা হবে।’’

২০১৮ সালের তোলাবাজি মামলার জেরে বর্তমানে তালোজা জেলে রয়েছে দাউদের ভাই ইকবাল কাসকর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement